পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ র্তাহার ফরিদপুর অভিভাষণের পরে মডারেটদলের লোক উৎফুল্প হইয়া বলিতে লাগিল, আর ত কোনও প্রভেদ নাই, আইস, এখন কোলাকুলি করিয়া মিলিয়া যাই । ইংরাজী খবরওয়ালার দল তাহার জেসূচারের অর্থ এবং অনর্থ করিয়া গালি দিল কি মুখ্যাতি করিল, ঠিক বুঝাই গেল না। তাহার নিজের দলের বহু লোক মুখ ভারী করিয়াই রহিল, কিন্তু এ-সম্বন্ধে আমার একটা কথা বলিবার আছে। অসাধারণ কৰ্ম্মীদের এই একটা বড় দোষ যে, তাহারা নিজেদের ভিন্ন অপরের কৰ্ম্মশক্তির প্রতি আস্থা রাখিতে পারেন না। এবার পীড়ায় যখন শয্যাগত, পরলোকের ডাক বোধ হয় যখন র্তাহার কানে আসিয়া পৌঁছিয়াছে, তখন একদিন আমাকে বলিয়াছিলেন, শরৎবাবু compromise করতে যে শিখলে না, বোধ হয় এ-জীবনে সে কিছুই foots Ri Tory Government is the cruellest Government in the world. এরা না পারে পৃথিবীতে এমন অনাচার নেই। আবার মিটমাট করে নেবার পক্ষেও, বোধ করি এমন বন্ধু আর নেই। কিন্তু ভয় হয় আমি তখন আর থাকব না। জালিয়ানওয়ালাবাগের স্মৃতি মুহূৰ্ত্তকালের জন্তও তাহার অন্তর হইতে অন্তহিত হয় নাই । একবার একটা সভার পরে গাড়ির মধ্যে আমাকে প্রশ্ন করিয়াছিলেন, অনেকে আমাকে আবার প্রাকৃটিস্ করে দেশের জন্যে টাকা রোজগার করে দিতে পরামর্শ দেন । আপনি কি বলেন ? আমি বলিলাম, না । টাকার কাজের শেষ আছে, কিন্তু এই আদর্শের আর অন্ত নেই। আপনার ত্যাগ চিরদিন আমাদের জাতীয় সম্পত্তি হয়েই থাক । এ আমাদের অসংখ্য টাকার চেয়েও ঢের বড় । দেশবন্ধু জবাব দিলেন না। হাসিয়া চুপ করিয়া রছিলেন। এই হাসিটা এবং স্তব্ধতার মূল্য যেন আমরা বুঝিতে পারি,—ইহার চেয়ে বড় কামনা আর নাই।* ১৩৩২ বঙ্গাব্দের আষাঢ়, দেশবন্ধু স্মৃতি-সংখ্যা 'মাসিক ৰহমতী’ পত্রিকার প্রকাশিত । \o o o