পাতা:পথের দাবী নাটক.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूउँौग्न इद्य পথের দাবী ১২৫ বাক্সটার ওপর বসে পড়েছিলেন, ওঁকে আর বিরক্ত করবেন না । পুলিশ হতভম্ব, ডাক্তার হাত বাড়িয়ে দিয়ে বল্লেন—এস সুমিত্রা, গাড়ী তৈরী, হাতে হাতে চোখে চোখে মিল হ’ল, দুজন গিয়ে গাড়ীতে উঠলেন, পুলিশ ই করে চেয়ে রইল । ভাবতী। বলেন কি ? শশি । নিজের চোথে যা দেখেচি তাই বল্লাম । ভারতী । সেই স্থমিত্রীকে ডাক্তার করলেন “পথের দাবীর প্রেসিডেণ্ট । শশি । আপনাবই মতো আশ্চৰ্য্য হয়ে আমিও একদিন ডাক্তারকে ভাই বলেছিলাম, শুনে একটু হেসে তিনি বলেছিলেন—কবি, সুমিত্র একদিনে একুশ বছরের সংস্কার মুছে ফেলেছে, ওর ওই অনুপম শক্তিকে আমি শ্রদ্ধা করি—জাম্বন ডাক্তার, আমুন প্রেসিডেণ্ট—কিন্তু । সব্যসাচী ও সুমিত্রার প্রবেশ ভারতী । কি হয়েচে দাদা ! সুমিত্রাদির চোখে জল কেন ? সব্যসাচী। তলোয়ারকর ধরা পড়েচে ভারতী । ভারতী । সে কি দাদা ? ডাক্তার। চুপি চুপি স্ত্রী কন্যাকে দেখে আসতে যাচ্ছিল। পুলিশ সন্ধান পেয়ে ধরে ফেলেচে । ধস্তাধস্তিও হয় । তলোয়ারকর-অন্তত হবার আগে ধরা দেয়নি । ভারতী । তবে কি হবে ? ডাক্তার। গসপাতাল থেকে যদি বেঁচে ওঠে জেল খাটবে। ভারতী। না বাঁচবারও ভয় আছে নাকি ?