বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রাচ্য ও পাশ্চাত্য - দ্বাদশ সংস্করণ.pdf/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচ্য ও পাশ্চাত্য নেই । চীনে মেয়ে-মন্দে সৰ্ব্বদা আপাদমস্তক ঢাকা । চীনে কনফুছের চেলা, বুদ্ধের চেল, বড় নীতি হ্রস্ত। খারাপ কথা চালচলন—তৎক্ষণাৎ সাজা। কুশচান পাদ্রী গিয়ে চীনে ভাষায় বাইবেল ছাপিয়ে ফেললে। এখন বাইবেল-পুরাণ হচ্ছেন হিছর পুরাণের চোদ পুরুষ— সে দেবতা মানুষের অদ্ভুত কেলেঙ্কার পড়ে চীনে ত চটে অস্থির । বললে, “এই বই কিছুতেই এদেশে চালান হবে না, এ—ত—অতি অশ্লীল কেতাব' ; তার উপর পাদ্রিনী বুকখোলা সান্ধ্য পোষাক পরে, পর্দার বার হয়ে, চীনদের নিমন্ত্রণে আহবান করলেন । চীনে মোটাবুদ্ধি বললে —“সৰ্ব্বনাশ ! এই খারাপ বই পড়িয়ে, আর এই মাগীদের আদুড় গা দেখিয়ে, আমাদের ছোড়া বইয়ে দিতে এ ধৰ্ম্ম এসেছে।’ এই হচ্ছে চীনের কুশচানের উপর মহাক্ৰোধ । নতুবা চীনে কোনও ধৰ্ম্মের উপর আঘাত করে না। শুনছি যে, পাদ্রীরা এখন অশ্লীল অংশ ত্যাগ করে বাইবেল ছাপিয়েছে ; কিন্তু চীনে তাতে আরও সন্দীহান। আবার এ পাশ্চাত্যদেশে, দেশবিশেষে লজ্জাঘেন্নার —তারতম্য আছে । ইংরেজ আমেরিকার লজ্জা-সরম একরকম ; ফরাসির আর একরকম ; জাৰ্ম্মাণের আর একরকম। রুষ আর তিববতী বড় কাছাকাছি ; তুরষ্কের আর এক ডৌল ; ইত্যাদি। 48