পাতা:চিঠিপত্র (ত্রয়োদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*কই– সেই ইংরাজী রীডার কপি করিয়া পাঠাইলে না ?” উল্লিখিত 'ইংরাজী রীডার’ সম্ভবত রবীন্দ্রনাথের ইংরাজি সোপান" ( প্রকাশ ৭ মে ১৯০৪ ) বইয়ের পাণ্ডুলিপি । যে প্রণালীতে শাস্তিনিকেতন বিদ্যালয়ে ইংরাজি ভাষা শেখানো হত তা পরবর্তীকালে পুস্তকাকারে প্রকাশের সময়ে রবীন্দ্রনাথ বিভিন্ন পর্যায়ে মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, স্ববোধচন্দ্র মজুমার ও অজিতকুমার চক্রবর্তীর কাছ থেকে বিশেষ সহায়তা লাভ করেন । রাজেন্দ্রবাবু, ভবেন্দ্রবাবু, নগেন্দ্রবাবু ; রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শাস্তিনিকেতন বিদ্যালয়ের তৎকালীন কর্মী ও শিক্ষক, পরবর্তীকালে শিলাইদহে ঠাকুর পরিবারের দেবত্র সম্পত্তির নায়েব ও সেখানকার মাইনর স্কুলের শিক্ষক । ভবেন্দ্রনাথ ১৩১০-১১ বঙ্গাব্দে কিছুকালের জন্য শান্তিনিকেতন বিদ্যালয়ে শিক্ষকতা করেন । নগেন্দ্রনারায়ণ রায় শিক্ষকরূপে ১৩১০ বঙ্গাব্দের আষাঢ় মাসে যোগ দেন । প্রথম থেকেই তাকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় । ১৩১১ বঙ্গাব্দের পূজাবকাশে তিনি অস্তত্র চলে যান। 'দেশ' শারদীয় ১৩৪৯ সংখ্যায় প্রকাশিত ভূপেন্দ্রনাথ সাঙ্গালের ‘রবীন্দ্রপ্রসঙ্গ’ দ্রষ্টব্য। বর্তমান গ্রন্থে মনোরঞ্চন বন্দ্যোপাধ্যায়কে লেখা রবীন্দ্রনাথের ৭৯ ংখ্যক পত্র-পরিচিতিতে ( পৃ. ২৯৭-৯৮ ) তার প্রসঙ্গ আছে । “মাঝে মাৰে দিহ ও সম্ভোবকে অধ্যাপনা সম্বন্ধে পরামর্শ দিতে ভুলিয়ে না।” এইসময় কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে এফ.এ., ৰি এ, প্রভৃতি পরীক্ষা দিতে অল্পমতি দিতেন । শিক্ষক w93 e