পাতা:চিঠিপত্র (অষ্টম খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তরও দিয়েছি। বেশ বোঝা যাচ্চে র্তার অবস্থা অত্যন্ত শোচনীয় । তিনি একটা কোন কাজের চেষ্টায় আছেন— কিন্তু র্তার মত লোকের কাজ পাওয়া দুর্লভ— এবং কাজ না পেলেও চরিত্রসংশোধন ও কলঙ্কক্ষালন হওয়া তুষ্কর । এ বিষয়ে তুমি কি বিবেচনা কর । কি করলে তার কোন সুবিধে হতে পারে। শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ۹ و ۲ [ > v२२ ] \3 ভাই, কাল, অর্থাৎ শনিবার প্রাতঃকালে আমাদের এখানে এসে মধ্যাহ্নভোজন করবে কি ? কিঞ্চিৎ দক্ষিণাও দেবার ইচ্ছা আছে — ঐরবীন্দ্রনাথ ঠাকুর ( ૨