পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

豪·一→ শু্যামদেশ ও মালঙ্ক জীপপুঞ্জ নিম্পন্ন হইত এবং ব্রাহ্মণদের প্রভাবও ছিল তোমরা আমাদের দেশের জ্যোতিষীদের কথা জান। বড় বড় সহরে তাহারা বিজ্ঞাপন দিয়া ব্যবসায় করেন এবং বেশ অর্থ উপার্জন ও করেন। খামের রাজধানী ব্যাঙ্ককে একশ্রেণীর ব্রাহ্মণ আছে তাহারা হোন (Hon) নামে পরিচিত। ইছারা ঠিক আমাদের দেশের জ্যোতিষীদের মত। কি ঠিক করিয়া দেওয়াই হইতেছে হোনদের বা জ্যোতিষীদের প্রধান কাজ। শ্যামের সংক্রান্ত উৎসাৰ (The So'ngkran festival) aq: H7বৎসরের প্রথমদিন মহা শকরাজ (MahaSakaraj) উৎসব বিশেষ প্রধান। ব্রাহ্মণদের স্তায় বৌদ্ধদের ও অনেক উংসব আছে। সে গুলির সংখ্যাও বড় কম নহে। বৌদ্ধসঙ্ঘের আশ্রয় করিবার সময় একটি উংসব আছে, →来 পল্লী-দৃশু রাজদরবারে কি সম্বন্ত বাক্তির গুচে, সৰ্ব্বত্রই ইহাদের সমাদর। এই জ্যোতিষীর দিন তারিখ ঠিক করিয়া দেন, তদনুযায়ী কাজ হয়। ষ্টোনদের একটি স্বতন্ত্র দেবালয় আছে। সেই মন্দিরে তাহারা জ্যোতিলাবিদ্যার নানা বিষয়ে আলোচনা করেন। শুভ ও অশুভ দিন নির্ণয় করেন। রাজা কবে দরবার করিবেন, কোন পথে চলিবেন, কোন কোন মাস ও তারিখ ভাল, এ সমুদয় গণিয়া বাছিয়া - - F, 5–34 ՀՆԳՓ সেইটিত খুবই প্রধান। শ্যামদেশে বৌদ্ধশ্রমণের সংখ্যা হইবে প্রায় একলক্ষ এবং ভিক্ষুণীর সংখ্যাও পঞ্চাশ হাজারের কম হইবে না। শ্যামদেশ সম্বন্ধে তোমাদের যাহা কিছু বলিবার সৰ কথাই বলিলাম। এখন এদেশে ইউরোপীয় সভ্যতার প্রভাব খুবই বেশী। কি শিক্ষা, সভ্যতা, কি রাজ্যশাসন, সবদিকেই আজকাল ইউরোপীয়দের প্রভাব দেখিতে পাওয়া যাইতেছে

  1. !

- - - - r