পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমানদের পবিত্র তীর্থ মক্কা নগরীতে সেদিন হাজার ইজিার পুণার্থীর ভীড় । তাছাদের মধ্যে ধনী আরব ব্যবসায়ী হইতে আরম্ভ করিয়া দীনতম ভূতাও আছে । পরম ভক্তিভবে, নগ্নপদে তাহার। ধৰ্ম্মানুষ্ঠান করিয়া চলিয়াছে ; মাথার উপরে প্রখর স্বর্যা-কিলণ, দীর্ঘকায় বাক্তি-বলিষ্ঠ, পেশল দেহ, তীক্ষু চক্ষু, ব্যাপালে৷ একজোড়া গোফ, গাত্রবর্ণ রৌদ্রদগ্ধ তামাটে । সকলের সঙ্গে মিশিয়া সেই দীর্ঘদেহ লোকটিও গেত্রিয়েল এপাহিমকে যে কৃষ্ণ প্রস্তরখণ্ড দিয়াছিলেন, তাহার সম্মুখে হাটু গাড়ির সিয়া ভক্তিভরে চুম্বন করিলেন । রিচার্ড ফ্রান্সিস বার্টন লেডি ইসাবেল বার্টন সেদিকে কাহাবও ক্ৰক্ষেপ নাই। কেহবা অমৃতপ্ত, তারপর প্রার্থনীর শেষে উঠিয় দাড়াইয়া কয়েক মুহূৰ্ত্ত ধিক্ষুন্ধচিত্তে সহসা উচ্চৈঃস্ববে কাদিয়া উঠিতেছে। ইতস্ততঃ চাহিয়া আবার ভীড়ে মিশিয়া গেলেন । মুসলমানদের সেই পরম পুণ্যতীর্থ কাবাতে কাহারও তাছার দিকে বিশেষ দৃষ্টি পড়ে নাই । (Karabah) সহস্ৰ যাত্রীর ভিড়ে মিশিয়াছিলেন এক কারণ, তাহাকে বেশে ও কথাবাৰ্ত্তায় প্রাচ্যদেশীয় 25–F, 2