পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] আমেরিকার নৌসেনাপতি (Commodore) পেরীর রণতরী-সকলের ভয়ে বিদেশীদিগকে জাপান আপনার বন্দরগুলিতে প্রবেশের ও বাণিজ্যের অধিকার দিয়াছিল । এবং সেই স্বত্রে জাপানীদের পাশ্চাত্য সভ্যতার সহিত পরিচয় ঘটিয়াছে । অতএব দৈহিক বলপ্রয়োগ বা তাহার ভয় প্রদর্শন ঝুতিরেকেও সভ্যতা বিস্তারের অন্ত দৃষ্টান্ত ইতিহাস হইতে খুজিয়া বাহির করা দরকার । এই মহত্তম দুষ্টান্ত ভারতবর্ষ হইতেই পাওয়া যাইবে। এখন আর ইহা নুতন কথা নয় যে তিব্বত, চীন, মধ্যএশিয়া ও জাপানে ভারতীয় বিদ্যা, সভ্যতা ও ধৰ্ম্মের বিস্তার হইয়াছিল । ইহা যোদ্ধাদের দ্বারা হয় নাই । বণিকদিগের দ্বারা কতদূর হইয়াছিল, বলিতে পারিন । কিন্তু ভারতীয় ধৰ্ম্মোপদেষ্ট ও অন্ত উপদেষ্টাদিগের দ্বারাই যে প্রধানত হইয়াfছল, তাহ; মনে করিবার যথেষ্ট প্রমাণ আছে। ভারতবর্ষের এই মহত্তম দৃষ্টান্ত হইতে বুঝা যাইতেছে যে সভ্যতাবিস্তারের জঙ্গ যুদ্ধ ও বিদেশজয় একান্ত প্রয়োজনীয় নহে। অতএব যদি ভবিষ্যতে কখনও যুদ্ধের আর চলন না থাকে, তাহ। হইলেও, সভ্যতাfবস্তার বন্ধ হইবে, এরূপ আশঙ্কা করিবার কারণ নাই । ব্ৰহ্ম, শু্যাম, আসাম, কাম্বোডিয়া প্রভূতি দেশে এবং জাভা, সুমাত্রা আদি দ্বীপে ভারতীয় সভ্যতার বিস্তার বিজেতা, বণিক, ঔপনিবেশিক ও উপদেষ্টাদিগের সমবেত চেষ্টায় হইয়াছিল। এম্‌ডেনের বিনাশ । জাৰ্শ্বেন ক্র,ঞ্জার এমডেন ইংরেজের অনেক বাণিজ্যজাহাজ নষ্ট করিয়াছিল, মান্দ্রাজের দুর্গের উপর গোল চালাইয়। কয়েকজন মানুষের প্রাণ বধ ও কিছু সম্পত্তি নষ্ট করিয়াছিল । কিন্তু তাহাতে কোন পক্ষেরষ্ট যুদ্ধে জয়পরাজয়ের সস্তাবনার হ্রাস বৃদ্ধি হয় নাই। উহাতে ভারতবর্ষের বাণিজ্যের ক্ষতি হইতেছিল । মধ্যে মধ্যে বাণিজ্য জাহী জের যাতায়াত বন্ধ হইতেছিল । যখন চলিতেfছল তখনও এম৬েন জাহাজগুলি নষ্ট করিতে পারে এইরূপ ভয় থাকায় জাহাজে মালের তাড়ার এবং মাল বীমার বিবিধ প্রসঙ্গ—জাৰ্ম্মেনীর হারিবার একটি কারণ g აჯნტ ( ) হার অনেক বাড়িয়া গিয়াছিল। পাট ও পাটনিৰ্ম্মিত জিনিযের চালান বন্ধ হওয়ায় পাট বিক্ৰী বন্ধ ছিল। বিক্ৰী ইলেঞ্জ,চুম্বাদিগকে উহ মাটির দরে ছাড়িয়া দিতে হটতেছিল । ইহাতে পাটচাষীদের অত্যন্ত অল্পকষ্ট উপস্থিত হইয়াছে। এম্‌ডেন জাহাজ বিনষ্ট হওয়ায় এখন বাণিজ্যের অসুবিধা ঘহু পরিমাণে দুর হইল । ইহাতে চাষীদের ও ব্যবসাদারদের এখন কিছু সুবিধা হইতে পারে । ভারতমহাসাগরে সুমাত্রা দ্বীপ হইতে কিছু দূরে কীলিং দ্বীপপুঞ্জ অবস্থিত । নারিকেল ইতার প্রধান ., উৎপন্ন দ্রব্য বলিয়া ইহাকে নারিকেল দ্বীপপুঞ্জও বলে । এই কীলিংএ এম্‌ডেন সমুদ্রগর্ভস্থিত ইংরেজদের টেলিগ্রাফের তার কাটিয়া দিয়া তারে খবর চলাচল বন্ধ করিতে গিয়াছিল । সে চেষ্টা সফল হয় নাই। অষ্ট্রেলিয়ার সীড নী নামক একটি ক্রুজার তাহাকে তাড়া করে। এম্‌ডেন অগভীর জলে গিয়া পড়িয়া চড়ায় আটকাইয়া যায়। সেই অবস্থায় উহা পুড়িয়া নষ্ট হইয়াছে। যুদ্ধও কিছু হইয়াছিল । তাহাতে জামেনদের অনেক লোক মরিয়াছে ; ভংরেজদেরও কিছু মরিয়াছে। ষেসকল জার্মেন বন্দী হইয়াছে, তাহাদিগকে বীরোচিত সম্মান দেওয়া হইতেছে । জাৰ্ম্মেনীর হারিবার একটি কারণ। বৰ্ত্তমান ইউরোপীয় যুদ্ধে শেষ পর্য্যন্ত কাহার হাfরবে, বলা যায় না। আপাততঃ যেরূপ সংবাদ আসিতেছে, তাহাতে মনে হয় জাৰ্ম্মেণী ও অষ্ট্রিয়। এখন যেরূপ হারিতেছে, শেষ ফলও সেইরূপ হইবে। দেখা যাইতেছে যে যাহাদের যুদ্ধের অভিজ্ঞতা আধুনিক সময়ে হইয়াছে, তাহার জিতিতেছে । নয় বৎসর আগে রুশিয়। জাপানের সঙ্গে লড়িয়াছে। রুশিয়া জিতিতেছে। গত দশ বৎসরের মধ্যে ফ্রান্স আফ্রিকার উত্তরে মরক্কোর সহিত লড়িয়াছে । ফ্রান্সও জিতিতেছে। বার বৎসর আগে ইংলণ্ড দক্ষিণ আফ্রিকার বোয়ারদের সহিত তুমুল যুদ্ধ করিয়াছে তা ছাড়া, ভারতবর্ষের উত্তরপশ্চিম এবং উত্তর-পূৰ্ব্ব সীমাস্ত দেশেও ছোটখাট যুদ্ধ