পাতা:মহানির্ব্বাণ-তন্ত্রম্‌ (শ্যামাচরণ কবিরত্ন).pdf/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশমোল্লাসঃ । ミケ* রক্ষেীয়মমৃতং প্রোচ্য যজ্ঞরক্ষাং কুরুত্ব মে ॥ ৩৪ ইত্নাক্ত ভাজনে তন্সিংস্থলসীদলসংযুতম্। নিধায় সলিলং দেবি দেবাদিক্রমতঃ সুধী । বিপ্রেভ্যে জলগঙুষং দত্ত্ব দদ্যাৎ কুশাসনম । ৩৫ তত আবাহয়েদ্বিদ্বান বিশ্বান দেবান পিত্বংস্তথা। মাতৃৰ্ম্মাতামহংশ্চাপি তথা মাতামহীঃ শিৰে ॥ ৩৬ আবাহ পূজয়েদাদে বিশ্বান দেবীংস্ততে যজেৎ। পিতৃত্ৰয়ং তথা মাতৃত্ৰয়ং মাতামহত্রয়ম্ ॥৩৭ মাতামহীীব্রয়ঞ্চাপি পদ্যোঘ্যfচমনাদিভিঃ । ধূপৈদীপৈশ্চ বাসোভি: পুঞ্জয়িত্ব বরাননে । পাত্রাণাং পাতন প্রশ্নং কুৰ্য্যাদৈবক্রমাচ্ছিবে ॥ ৩৮ করিয়া হস্তে জল গ্রহণপূর্বক “বং ছং ফট্‌” এই মন্ত্র দ্বারা শ্রদ্ধদ্রব্য সকল শোধন করিবে, অর্থাৎ সেই মন্ত্রপূত জলে শোধিত করিবে । হে কুলনায়িকে ! পরে অগ্নিকোণে একটি পাত্র স্থাপন করিয়া “রক্ষেত্নমস্কৃতং” এবং “মম যজ্ঞরক্ষাং কুরুষ’ ইহা বলিয়া, সেই পাত্রে তুলসীপত্র-যুক্ত জল রাথিয়া, হে দেবি ! স্ববুদ্ধি শ্ৰাদ্ধকৰ্ত্ত। দেবপক্ষ হইতে আরম্ভ করিয়া কুশময় ব্রাহ্মণদিগকে দেবাদিক্রমে জলগওয প্রদান করিয়া কুশাসন প্রদান করিবে । ৩১–৩৫ । হে শিবে ! অনস্তর বিদ্বান ব্যক্তি বিশ্বদেবগণকে, পিতৃত্ৰয়কে, মাতৃত্রয়কে, মাতামহত্রয়কে এবং মাতামহীব্রয়কে আবাহন করিবে। আবাহন করিয়া প্রথমতঃ বিশ্বদেবগণের পূজা করিবে; পরে পিতৃত্ৰয়, মাতৃত্ৰয়, মাতামহত্রয় ও মাতামহীক্রয়কে পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, ধূপ, দীপ, বস্ত্র প্রভৃতি দ্বারা পূজা করিবে। হে বরাননে ! ছে শিবে । পুজা করিয়া দেবপক্ষ হইতে আরম্ভ করিয়া পত্রিপাতন