পাতা:আদর্শ-সতী.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ আদর্শ সতী । কে আছে আমার আর, তোমাবিনে শূন্যাকার; কানন কমলাশেম সকলি হেরি নয়নে । উঠনাথ কথা কও, তাপিত প্রাণ জুড়াও; নিবীড় আঁধারে কেন পড়িয়ে থাক বিজনে ॥ নেপথ্যে। চল্রে চল্—দেরি কোরিস্ কেন? সাবি। কে আসে? কলদূত ? এদেহ—এজীবন–কখনই নিয়ে যেতে দেব না—যদি পৃথিবীতে সতী নারির ক্ষমতা থাকে, যদি সতীত্বের গৌরব থাকে, তবে আজ কলদূতকে স্পর্শ কোর্ত্তেও দেব ন— (রুদ্রমূর্ত্তি কালদ্বতদ্বয়ের প্রবেশ।) ১ দূত । চলুন। এগিয়ে যাই—ইকোরে উড়িয়ে রোইলি কেন ? * ২ দূত। তুই যদিকিমৃ—বোলতে সকলে পারে; এগোন। দেখি—বাপূরে জে আগুণ ১ দূত। তাইত ভাই এগুণে যায় না তো—প্রভু যে দফা নিকেশ কের্ব্বে | ২ দূত। মুহূ প্রভূ নয়—যে চিত্তিরগুপ্ত আছেন, শাল যেন মধের ঠাকুরদাদা—এই যেঃ– - ১ দূত। কি রে? ২ দূত । আগুণ—আগুণ—আরকি ?