বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। ද් 5 ১ স্থত। এখন কি কোরবি?—চুপ্‌কোরে উড়িয়ে থাকলে ত চেলবে ন—একবার জিজ্ঞেস কোরে ছ্যাখ না । ২ দূত। তুই ক ন-বাপরে যে চেক, যেন আগুণ বেৰুচে | ১ দূত। আচ্ছ উড়, আমিই জিজ্ঞেস্ কোচি– একটু অগ্রে অসিয় ] মা !—আপনি একটু সোরে যান—আমাদের কাজ আমরা কোরি । সাবি। আর অগ্রসর ছোস্নে,—যা তোর প্রভুকে বোলগে আমি এদেছ ছেড়ে দেব না। ১ দূত। মা! আপনি ব্লথ আয়াস কোচ্চেন-ছেড়েদিন ন!—আমরা নিয়ে চোলে যাই। সাৰি। কখনই দেব না–এ প্রাণ থাকতে দেব না : যাও বোল্‌ছি ? দূতদ্বয়। বাপরে—খেয়ে ফেলবে— [পলায়ন ] সাবি। সমস্ত জীবন এইখানে শেষ কোরবো—কিন্তু জীবন থাকৃতে এদেহ ছেড়ে দেব না-কালের কত বিক্রম, ত! আজি এই সতী স্ত্রীর দ্বারা পরীক্ষা হবে-হৃদয়েশ্বর ! হৃদরে এস (হৃদয়ে ধারণ) (কালের প্রবেশ ) কাল । অবশ্য শাসিত হবে, কালের শাসনে। বৃথা এ আয়াস তব সুচারু বদনে ॥