পাতা:প্রমোদকামিনী কাব্য.pdf/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪২
প্রমোদকামিনী কাব্য।


হেরি রূপ মনে মনে উপজে গরিমা;
কহিল আদর করি,
ক্ষীরের চিবুক ধরি,
“প্রোণের প্রমোদ! তুমি প্রণয়-প্রতিমা।

“প্রিয়লাগি পর দেশে পুরুষের সাজে,
পথ-শ্রম পরিহরি,
প্রাণধন পণ করি,
প্রদর্শিলে প্রেমলীলা পৃথিবীর মাঝে।

“প্রণয় পবিত্র হলে পীযুষ সমান!
পশু পক্ষী প্রেম লাগি,
প্রিয়-সুখ-দুঃখ-ভাগী;
পতঙ্গ প্রদীপে পড়ে পরিহরে প্রাণ।

“পরিলে প্রণয়-মালা পরিশুদ্ধ মনে;
মধুমাখা পরিমল,
প্রাণ করে সুশীতল,
প্রফুল্লিত এ কুসুম জীবনে মরণে।