পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনিল । उ१ॉक्षमम्न XSS গান কে তুমি গো খুলিয়াছ স্বর্গের ছয়ায় ? ঢালিতেছ এত স্থখ, ভেঙ্গে গেল— গেল বুক— খেন এত স্বখ হৃদে ধরে না গো আর ! তোমার সৌন্দর্ধ্যভারে দুৰ্ব্বল হৃদয় হা রে অভিভূত হয়ে যেন পড়েছে আমার ! এস তবে হৃদয়েতে, রেখেছি আসন পেতে— ঘুচাও এ হৃদয়ের সকল আঁধার ! তোমার চরণে দিজু প্রেম-উপহার— না ঘদি চাও গো দিতে প্রতিদান তার, নাই বা দিলে তা বালা, থাক” হদি করি জালা, হৃদয়ে থাকুক্‌ জেগে সৌন্দর্ষ্য তোমার ! একাদশ সগ च्षनिल কিছুই ত হল না ! সেই সৰ— সেই সব— সেই হাহাকায়ম্বৰ, সেই অশ্রবারিধারা, হৃদয়বেদনা ! কিছুতে মনের মাঝে শাভি নাহি পাই, কিছুই না পাইলাম বাহা-কিছু চাই ! তাল ত গো বাসিলাম— ভালবাসা পাইলাম, এখনো ত ভালবাসি– তবুও কি নাই! তবুও কেন রে হৃদি শিশুর মতন शिदांनिनि निब्रजरन कब्रिटइ cच्चांकन ! মনোমত হয় নি বা বা কিছু পেয়েছে, সকলেৱি মাৰে বুৰি অভাব রয়েছে!