পাতা:চিঠিপত্র (পঞ্চম খণ্ড ১৯৪৫)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 《8 চিঠিপত্র হবে, বাধামুক্ত হবে, জড়তা, স্বাৰ্থ বা জনাদরের প্রবলতা বা প্রলোভনে অভিভূত না হয়ে সত্যের জন্য আপনাকে উৎসর্গ করবে এই যে আমি কামনা করেচি সেই কামনা যদি আমার কিছু পরিমাণেও সিদ্ধ হয় তাহলেই আমার জীবন চরিতার্থ হবে । ইতি ১৭ বৈশাখ ১৩১৬ শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ...র কবিতার ছন্দটি এতই নিরতিশয় হাড়গোড়ভাঙা যে, একে সংস্কার করার চেয়ে একে নতুন করা অনেক সহজ । সে সাহস আমার নেই এবং সেটা ঠিক উচিতও হবেন । যেমন আছে এমনি ছাপিয়ো, লোকে ক্ষমা করে নেবে। [48] હૈં পোস্টমার্ক, শান্তিনিকেতন কল্যাণীয়েযু চিঠিখানা সবুজপত্রে ছাপতে চাও কিন্তু কোথাও ভাষা যদি আট-পৌরে এবং ভাব সৰ্ব্বজনপ্রকাশ না হয় তাহলে সেগুলো একটু সেরে সুরে নিয়ে। আজকাল সব মন দিয়ে এবং বেশিক্ষণ ধরে কিছু লিখতে পারিনে। দেহটা পৃথিবীর টানে মাটির দিকে বু কৃচে– মনটাকে তার উল্টোদিকে নিয়ে যাবার চেষ্টায় আছি। সেইজন্তে যে-সব কাজে দেহটার দরকার হয় সেইগুলোকে কমিয়ে আনা যাচ্চে। এই উনষাট বছরের সেবকটাকে জবাব দেবার সময় হয়নি কিন্তু ছুটির দরবার করলেই সেটা তখনি মঞ্জুর করতে হয়। শরীর ত এই,