পাতা:আনন্দ রহো.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( سرا لا ) দূত—রাজসভায় যেতে অনুমতি হয় । । প্রতা-আমি যাচি চল। - - ( দূতের প্রস্থান ) রাণী—যাচ্চে যাও কিন্তু যমুনা কোথা খবর দিতে হবে, দেখদিকি তার বাপ তোমার জন্য মারা গেল । প্রতা—প্রিয়ে! কেন আর আমায় লজ্জ দাও আমি কোন কর্ত্তব্য সাধন করতে পেরেছি, যবনকে সিংহাসন দিয়ে আপনি কুটার বাসী, আমার রাজ-রাণী ভিক্ষারিণী, আত্মীয় হত, সৈন্য সামন্তের পরিবার অনাথ, প্রিয়ে তবুও তুমি আমায় জট কাটতে বল ; জট কাটবে, সে দিন আছে—তোমায় যবে রাজেশ্বরী করবে। তবেই জট কাটব । - রাণী-নাথ ! তোমার প্রেমে আমি রাজ-রাজেশ্বরীর অধিক। প্রভা—তাইতে আমি ভুলে থাকি, আমি চিতোর হার ! ( প্রস্থান ) রাণী - (স্বগত) হয় । চিতোর যদি পাই, তোমায় সুখী দেখি । (প্রস্থান )