পাতা:জীবনীকোষ-ভারতীয় ঐতিহাসিক-দ্বিতীয় খণ্ড.pdf/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুরু গোবিন্দ নিজে শক্তি সঞ্চয় করিতে লাগিলেন । র্তাহার ঐরূপ সামরিক আয়োজনে, চতুঃপার্শ্ববৰ্ত্তী ক্ষুদ্র ক্ষুদ্র নরপতির বিশেষ উদ্বিগ্ন হইয়। উঠিলেন । র্তাহীদের কাহারও কাহারও সহিত র্তাহার ক্ষুদ্র ক্ষুদ্র সংঘর্ষ উপস্থিত হইল। তিনি তাহাদের প্রায় সকলকেই পরাস্ত করিলেন। একজন ক্ষুদ্র সর্দার মুঘলরাজ সরকারে কর প্রদান বন্ধ করিলেন । গুরু গোবিন্দ ও র্তাহীর পথ অনুবৰ্ত্তন করিলেন । এই সব কারণে সম্রাট আওরঙ্গজীব তাহাকে দমন করিবার জন্ত সৈন্ত প্রেরণ করিলেন । কিন্তু মুঘল সৈন্য শিখদের হস্তে পরাজিত হইল | গুরু গোবিনেদর এইরূপ সাফল্যে র্তাহার শত্রু বৃদ্ধি হইতে লাগিল । অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সর্দার তাহার বিরুদ্ধে মুঘলদিগের সহিত ষড়যন্ত্র করিতে লাগিল । তাহীদের প্ররোচনায় আবার সম্রাট আওরঙ্গ জীব তাহার বিরুদ্ধে বৃহত্তর বাহিনী প্রেরণ করিলেন। অনেক পাৰ্ব্বত্য সর্দার এইবারে মুঘলদিগের সহিত যোগ দিল । তখন মুঘল রাজশক্তির সহিত গুরু গোবিন্দের নেতৃত্বে শিখদিগের এক গুরুতর সংঘর্ষ উপস্থিত হইল । মুঘল আক্রমণে গুরু গোবিন্দ মাখোয়াল নামক দুর্গে অবরুদ্ধ হইলেন। সাত মাসকাল অবরুদ্ধ থাকিয়া শিখগণ হতাশ হইয়া পড়িল । প্রাণ ভয়ে অনেকেই তাহাকে পরিত্যাগ করিয়া জীবনী-কোষ BeS్చ পলায়ন করিল । দুর্গ মধ্যে অবরুদ্ধ থাকিয়া প্রাণ রক্ষা করা অসম্ভব বুঝিতে পারিয়া, তিনি প্রথমে বৃদ্ধ জননী ও নিজের দুই শিশু পুত্রকে গোপনে স্থানান্তরে প্রেরণ করিতে চেষ্টা করিলেন । তুর্ভাগ্য ক্রমে পথিমধ্যে র্তাহার মুঘল হস্তে বন্দী হইলেন । কিছুকাল পরে সুযোগ পাইয়া, গোবিন্দ সিংহ মাত্ৰ চল্লিশজন অনুচরসহ অপর এক দুর্গে আশ্রয় লইলেন । এই স্থান পরিবর্তনের সময়ে তাহীর দুইটি পুত্র শত্র হস্তে নিহত হন। পূৰ্ব্বোক্ত বালক পুত্র দুইটিকে মুঘল শাসনকৰ্ত্ত প্রথমে প্রলোভন দেখাইয়া, ইসলামধৰ্ম্ম গ্ৰহণ করাইপার চেষ্টা করেন । কিন্তু গুরু গোবিন্দের উপযুক্ত পুত্র ঘৃণাভরে জীবন বিনিময়ে ধৰ্ম্মত্যাগের অনুরোধ প্রত্যখ্যান করিলেন । র্তাহাদের তেজোপূর্ণ নিৰ্ভীক বাক্যে মুঘল সেনাপতি বুঝিলেন যে মুসলমান বিদ্বেষ উহাদের মজ্জাগত হইয়াছে । সুতরাং তাহাদিগকে বাচিয়৷ থাকিতে দেওয়া বিপদজনক । এই ভাবিয়া তিনি গুরু গোবিন্দের সেই বালক পুত্রদ্বয়কে জীবন্ত সমাহিত করিয়া বধ করিলেন । মাখোয়াল হইতে দুর্গান্তরে গমন করিয়াও গুরু গোবিন্দ বিশ্রাম লইলেন না । মুঘলদের সহিত সংগ্রাম চলিতে লাগিল। ক্রমে অনুচরদের প্রায় অধিকাংশই নিহত হইলে, আর সন্মুখ যুদ্ধ