পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88.8 কোরাণ শরিফ । তাহার নিকটে তাহার সম্প্রদায় তৎপ্রতি ধাবমান হইয়। উপস্থিত হইল, পূৰ্ব্বে তাহারা দুষ্কৰ্ম্ম সকল করিতেছিল, সে বলিল, “হে আমার সম্পূ দায়, ইহারা আমার কন্যা, ইহারা তোমাদের জন্য বিশুদ্ধ, অতএব ঈশ্বরকে ভয় কর, অভ্যাগতদিগের সম্বন্ধে তোমরা আমাকে লাঞ্ছিত করিও না, তোমাদের মধ্যে কি মুপথগামী পুরুষ নাই ? * ৷ ৭৮ ৷ র্ত হারা অতিশয় সৌম্যমূর্তি ও মনোহর কাত্তি এদিকে লোক সকল নিভীক ত্বরাচার, তাহ ভাবিয়াই তিনি তুঃখিত ও চিস্তিত হইলেন। (ত, হে, )

  • পরমেশ্বর স্বৰ্গীয় দূতদিগকে বলিয়াছিলেন যে যে পর্ষাভ লুত স্বীয় সম্প্রদায়ের ভুক্তিয়া বিষয়ে চারি বার সাক্ষাদান না করে সে শর্ষান্ত তাহাদিগকে বিনাশ করিবে না। লুত অভ্যাগতদিগকে দেখিয়া বলিলেন “মাপনার কি এই নগরবাসীদিগের বৃত্তাত্ত ও আচরণ অবগত নহেন ?” তাহারা জিজ্ঞাসা করিলেন “তাহাদের কিরূপ আচরণ ? " লুত, সেই স্বণিত আচরণের কথা বলিতে লজ্জিত হইলেন, অগত্য বলিলেন “এ নগরের লোক অত্যন্ত জঘন্য চরিত্র, পৃথিবীর কোন জাতি এরূপ নহে, ইহার পুরুষের সঙ্গে ব্যভিচ র করে ” তখন জেব্রিল মেকাইলকে বলিলেন “এই এক সাক্ষ্য হইল।” অনস্তর লুত তাহাদি. গকে সঙ্গে করিয়া নগ রর দিকে গমন করিলেন । নগর স্বারে উপস্থিত হইয়। পুনরায় পেই কথা বলিলেন, নগরে প্রবেশ করিয়া আবার তাহার উল্লেখ করি. লেন, এবং গৃহে উপস্থিত হইয় তাহার পুনরুক্তি করিলেন। চারিবার সাক্ষ্য দান হইল। তখন কেন কোন ব্যক্তি লুতের গৃহাগত অতিথিদিগকে দেখিয়া অপর লোকদিগকে সংবাদ দান করিল, অথবা লুতের ভার্ষ্য যে ধর্গবিবোধিনী ছিল সংবাদ পাঠাইল স্বত্র যুবকগণ লুক্তের গৃহে অতিথি হইয়াছে এই সংবাদ পাইয়। লোক সকল তথায় দৌড়িয়া আসিল । লুত বলিলেন “দেখ জামার কন্যা সকল বিশুদ্ধ, ইহাদিগকে বিবাহ কর।” মহাপুরুষ লুক্ত অতিশয় ঔদার্থ দয়া ও মেহগুণে আপন কন্যাগণকে উৎসর্গ कबिएड प्लेगाउ श्हेब्राष्ट्रिप्शन । ফলতঃ কন্যাস্থলে নগরের সাধারণ নারীগণকে লক্ষ্য করা হইয়াছে। কেম ন। প্রত্যেক ধৰ্ম্মপ্রৰঙক স্নেহ প্রকাশ ও শিক্ষা দান জন্য স্বীয় স্বীয় সম্প্রদায়ের