পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থর নহল। ৫২৩ ইছ। এজন্য যে তাহারা পরলোকের উপর পার্থিব জীবনকে প্রেম করিয়াছে, নিশ্চয় ঈশ্বর ধৰ্ম্মদোহিদলকে পথ প্রদর্শন করেন না । ১৯৭। ইহারাই তাহারা, ঈশ্বর তাহাদিগের অস্তরে তাহাদের কর্ণে তাছাদের চক্ষে মোহর করিয়াছেন এবং ইহারাই তাহারা যে নিৰ্ব্বোধ। ১০৮। নিঃসন্দেহ যে তাছার পরলোকে ক্ষতিগ্রস্ত। ১-৯। অতঃপর যে উৎপীড়িত হইয়াছিল তাহার পর যাহার দেশ ত্যাগ করিয়াছে অন্তঃপর ধৰ্ম্মযুদ্ধ ও .ধৈর্য্য ধারণ করিয়াছে, নিশ্চয় ( হে মোহম্মদ, ) তোমার প্রতিপালক তাহাদেরই, এবং নিশ্চয় তোমার প্রতিপালক ইহার পরে ক্ষমাশীল ও দয়ালু * । ১১• (র, ১৪ ) সেই দিনে যে প্রত্যেক ব্যক্তি নিজের জীবন সম্বন্ধে বিবাদ করতঃ উপস্থিত হইবে ণ যাহা তাহারা অনুষ্ঠান করিয়াছে সকল দিগের পদ্ধতি অবলম্বন করিয়াছে । তিনি বলিলেন তাহা নহে, এমারের আপাদ यखक विचह्न भूम, विश्वांग डांशग्न झङ यांरtनद्र गाथा भिथिङ इहेब्रांरह, अर्व< তাহার অন্তরে বিশ্বাস এরূপ বন্ধমূল হইয়াছে যে তাহা কথাতে টলিবার নহে । अङ:°द्र अगाद्र कैनिरङ,कैलिएड इजब्राङब निकै ठेशश्डि छब्र, श्छद्रउ षश्छ তাহার অশ্রুমোচন করিয়া ভাস্কাকে আশ্বাস ৰাক্যে প্রবোধ দেন । এবন খলনন জামা মকিশ প্রভৃতি বিশ্বাস লাভের পর কাফের হইয়াছিল । (ত, হে )

  • মক্কাতে কোন ব্যক্তি কাফেরদিগের উৎপীড়ন একান্ত অসহমান হইয়া ধৰ্ম্মবিরুদ্ধ কথা উচ্চারণ করিয়াছিল। তৎপর যখন অনেক ধৰ্ম্মানুষ্ঠান করিল তখন তাহাজের অপরাধ মার্জন হয়। এমার নামক একজন সম্রাঙ্ক লোকের পিতা ইয়াসর ও মাঙ্গ সমিয়া অভ্যাচারে প্রাণত্যাগ করিয়াছিল কিন্তু এমার প্রাণের ভয়ে কাফেরদিগের অভিমত বাক্য উচ্চারণ করে । তৎপর অস্থতাপিত হইয়। হজরতের নিকটে উপস্থিত হয়। তদুপলক্ষে এই কয়েক আয়ত অবতীর্ণ ट्झ | ( ऊ, *ी, )

t निरबह औदन गवरक विवान कब्रो अर्ष९ चौत्र कब्रिखएक उ९नमा कब्र ;