পাতা:জন্‌ ষ্টুয়ার্ট মিলের জীবনবৃত্ত.pdf/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলের তাত্মিশিক্ষণ । 8\ව 'কার্য্যে তাহার অনুমোদনে প্রফুল্ল ও তাহার অননুমোদনে বিষন্ন হইতেন । ভগ্নহৃদয় ব্যক্তি র্তাহার অশ্বিাসবাক্যে নবজীবন প্রাপ্ত হইতেন। বলিতে কি জেম্স মিলের সাহায্য ব্যতীত বেনথামিক মত সকল কখনই জগতে এত শীঘ্র প্রচারিত হইত না । বেনথামের মত সকল জেম্স মিল দ্বারা তিন প্রধান স্রোতে প্রবাহিত হয় । প্রথম স্রোত জন মিল । দ্বিতীয় স্রোত কেন্থিজের অলঙ্কার স্বরূপ চাল স অষ্টিন এবং লর্ড বেল পার লর্ড রোমিলী প্রভৃতি, তাহার সহাধ্যায়িবর্গ। তৃতীয় স্রোত কেম্বি জের অণ্ডার গ্রাজু য়েট ইটন টুক এবং চালর্স বুলার প্রভৃতি র্তাহার সহাধ্যারিবৃন্দ । এতৃদ্ভিন্ন অন্যান্য অসংখ্য ক্ষুদ্র স্রোতে এই সকল মত প্রবাচিত হয়। তন্মধ্যে বুকু ও ফনবু স্কি প্রধান । কিন্তু ফনবাঙ্কের সহিত মিলের অনেক মতভেদ হইত। তন্মধ্যে রাজ্যের শাসনকার্য্যে স্ত্রীজাতির পরিবর্জন সৰ্ব্ব প্রধান। মিলু এবং তাহার সহচরবৃন্দ স্ত্রীজাতির পরিবর্জনের সম্পূর্ণ বিরোধী ছিলেন । আহলাদের বিষয় এই যে বেনথাম ও র্তাহাদিগের মতের পরিপোষক ছিলেন। মিল ও র্তাহার সহচরবৃন্দ এক্ষণে যে মতের উপাসক হইয়া উঠিলেন, তাহ শুদ্ধ বেনথামের নহে ; কিন্তু বেনথাম, হার্টলে, ম্যাল থস এবং জেমস মিল প্রভৃতির মতের সারভাগ মাত্র। রাজনীতি বিষয়ে জেমৃ স মিলের যে দুই বিষয়ের উপযোগিতা সম্বন্ধে প্রগাঢ় বিশ্বাস ছিল তাহ। এই, প্রতিনিধি শাসনপ্রণালী এবং তর্ক বিতর্কের পূর্ণ স্বাধীনতা। তিনি বলিতেন যে যদি সকল প্রজাই লেখা পড়া শিখে, যদি সকল প্রস্তাবেরই উভয় পক্ষের যুক্তি লিখন ও বর্ণন দ্বারা তাহাদিগের হৃদয়ঙ্গম কবিতে পারা যায়, এবং যদি তাহার পালিয়ামেণ্টে আপনাদিগের ইচ্ছানুরূপ সভ্য মনোনীত করিতে পারে, তাহা হইলে শাসনের অতি উৎকৃষ্ট উদ্দেশ্য সংসাধিত হইতে পারে। পালিয়ামেন্টের সভ্যগণ সাধারণ প্রজাপুঞ্জ দ্বারা মনোনীত হইলে, তাহারা কোন শ্রেণী বিশেষের উদ্দেশ্য সাধন করিতে কখন চেষ্টা করিবেন না । সাধারণ প্রজাপুঞ্জের মঙ্গলই তাহাদিগের কার্য্য-প্রণালীর