পাতা:ব্যাধি ও প্রতিকার.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খনো মাতরম্ । আর কোনই জাগরণ-সংবাদ জ্ঞাত হওয়া যায় না। এ সময়টা প্রকৃতই শ্মশানের স্তায় তমসান্ধকারে স্তব্ধ হইয়া, ভয়ঙ্কর মূৰ্ত্তিত্তে দণ্ডায়মান রহিয়াছে, ইহার প্রতি যখনি দৃষ্টিনিক্ষেপ করি তখনি শবীর ভীতি-কণ্টকিত হইয় উঠে, এবং তখনি বলিতে ইচ্ছ। হয়,—হায়, সমর-বহি “যবে অবসান সোণাব ভারত বিপুল শ্মশান!” এই তমসাবৃত যুগেব মধ্যে দু’একবাব একটু আশার আলো দেখিতে পাই । বাজষি অশোক দেশ-ব্যাপী একটা শাস্তি সংস্থাপিত করিতে প্রয়াসী হইয়াছিলেন । কিন্তু, তাহার সে চেষ্টাও অত্যন্ত ক্ষণিক,—তাহার তৈল অতি অল্পকালেব মধ্যেই নিঃশেষে পুড়িয়া গেল ! অতঃপব, মুসলমানগণ দেশ আক্রমণ কবিল । সেই আক্রমনের ফলে যে যুদ্ধ হইল তাহাতেই আমাদের সাধোব পরিসমাপ্তি ঘটিল। প্রথমে যে গৃহ-বিবাদ আমাদিগকে সৰ্ব্বনাশ ও ধ্বংশের পথে আনয়ন করিয়াছিল, আজ সে আমাদের মধ্যে বদ্ধমূল হইয়া বসিল ; এবং দেশ মুসলমান কর্তৃক অধিকৃত হইল । মুসলমানগণ শুধু যে আমাদের দেশ অধিকার করিল তাহ নহে,—আমাদের মধ্যে তাহারা চিরস্থায়ী হইয়া বসিল । এইখানেই আমরা সৰ্ব্বস্বাস্ত হইলাম ! ৰাধি ও প্রতিকার । પૈ?