পাতা:নাট্য-বিকার.pdf/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



নাট্য-বিকার।

 কমল। সেলিম কিগে? ছি মা অমন কথা বলতে নাই—সে যে মোছলমান।

 রাম। প্রণয় জাতিভেদ মানে না—তুমি অশ্রুমতী পড়নি?

 হরিশ। ছিছি, তুই হ’লি কি? এই বিদেশী ভদ্রলোকের সামনে কি বলছিস?

 রাম। বিদেশী? (সুরে)

“যা রে বিদেশী বঁধু, আমি তোরে চাই না।”

 রমেন্দ্র। অপরাধ?

 রাম। (সুরে)

“যখন তোরে মনে করি তখন তোরে পাই না।”

 রাম। না না, সে ভয় আর নাই; আমি বরাবরই আপনার কাছে থাকবো।

 রাম। (সুরে)

“আমার মাথায় দিয়ে হাত, কিরে কর প্রাণনাথ”

 হরিশ। ছিছি, দুর্গা, দুর্গা

 দিগ। না না, ও হ’ল না, এই রকম—“ছিছি অশ্রাব্য বচন আর না চাহি শুনিতে!”

 হরিশ। বটে? তবে রোসো, “কে আছ কোথায়, আইস ত্বরায়, লয়ে যাও ভীষণ মশানে!”(দিগম্বরের প্রতি ধাবমান।)

 দিগ। রাজ-আজ্ঞা শিরোধার্য্য।

[প্রস্থান।]

 কমল। হরিশ! তুইও ক্ষেপলি নাকি?

 হরিশ। আর দেরি নাই; ক, বেটাবেটীতে পড়ে