পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হাফিজিয়ে করিম থা জেন্দ এবং আগাবাবা খা মাজেন্দরাণীর মাদ্রাসা-ই-আগাবাবা । বাগানের মধ্যে বাগ জেহান-লেম, বাগ-ই-নও, বাগ-ই-তথত-ই-কাজর, বাগ-ই-দিলকুস ইত্যাদি প্রসিদ্ধ। সার্দীর কবর উদ্যান বাগ-ই-দিলকুসার পাশে এবং হাফিজিয়েহ ( হাফেজের সমাধি ) শহরের উত্তরভাগে আছে । শিরাজের দু-মাইল উত্তরে পাহাড়ের একটি ঘাট থেকে সমস্ত উপত্যকাটি দেখা যায়। এই স্থানটির নাম “টাঙ্গ-ই আল্লাহ আকবর’ অর্থাৎ “ঈশ্বর অতি মহান" ধাট । এরূপ নামের কারণ এই যে পথিক এখান থেকে শিরাজনগর ও উপত্যকার অতুল সৌন্দর্ঘ্য দেখে “ঈশ্বর অতি মহান” বলতে বাধ্য। পিঙ্গল ও ধূসর পর্বতমালায় ঘেরা সবুজ ক্ষেত, অসংখ্য সরল ও সুঠাম গাছ, মধ্যে মধ্যে হলদে ইটের তৈরি মহল্লার মাঝে, নীল পালিশ করা টালির, রৌদ্র ঝলসিত গম্বুজ, কোথাও বা নক্সাকাটা বিরাট খিলানের সম্পষ্ট আকার, এই সকলের মিলনে শিরাজের দৃশ্য এখনও দূর থেকে খুবই স্বন্দর। 孝 来源 崇 দিন দুই গভর্ণরের প্রাসাদে থেকে আমরা বাগ খলিলিয়ে নামে বাগানবাড়িতে এসে উঠলাম। গভর্ণরের বাড়িতে রাজভোগ থেয়ে, বাদশাহী হাম্মামে স্নান করে যেমন আরাম ছিল, তেমনি সমস্তক্ষণ সেপাইশাস্ত্রী রাজকৰ্ম্মচারীর দলের মধ্যে কেতাদুরস্ত হয়ে আদব-কায়দা বজায় রেখে চলতে স্থাপিয়ে ওঠা গিয়েছিল। প্রত্যেক পদে “আকা বেফৰ্ম্মে” ( মহাশয় আজ্ঞা করুন ) “নাস্ত হাজিরে”, “নাহ হাজিরে”, “চই হাজিরে” ( প্রাতরাশ উপস্থিত, মধ্যাহ্নভোজন উপস্থিত, চ৷ উপস্থিত ) শুনে এবং খাবার সময় চারিধারে অভিবাদন ও ভাঙা ফ্রেঞ্চে আলাপ করার প্রয়াসে রীতিমত ক্লাস্তি এসে যেত। বাগানবাড়িতে এসে এসব থেকে উদ্ধার পেলাম, শহর দেখার স্থযোগ হ’ল । বাড়ির কর্তা অতি অমায়িক সুদৰ্শন যুবাপুরুষ । এদেশের বাগানে গাছেরই পরিমাণ বেশী। ফল পাতাবাহার ও ছায়ার জন্য গাছ লাগান হয়, তার প্রত্যেকটির ডালপালা সযত্বে ছাটা। বাগানের ভিতর