পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৬৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कनैिि [ సిసిలి ]

      • a - o

হইলেন। অবস্তি ও ধাররাজ্য জয়সিংহের অধিকারভুক্ত হইল। তিনি এই সময়ে উজ্জ্বয়িনীর পার্শ্ববর্তী সিমরাজকেও পরাজিত ও বন্দী করেন। মালব রাজ্য জয় করিয়া ফিরিয়া আসিবার সময় পথে অনেক রাজা তাহাকে স্ব স্ব দুহিত। সম্প্রদান করিরা তাহার সহিত কুটুম্বিতাস্থত্রে আবদ্ধ হইলেন। তৎপরে কিছুকাল তিনি সিদ্ধপুরে আসিয়া বাস করেন। এখানে সরস্বতীতীরে রুদ্রমাল ও মহাবীরস্বামীর মন্দির নিৰ্ম্মাণ করেন। পরে তিনি সোমনাথ ও গিরনরের নেমিনাথের মন্দির দর্শন, ব্রাহ্মণ ও যাচকগণকে দান, সহস্রলিঙ্গসরোবর খনন, নানাস্থানে দেবমন্দির, সদাব্রত ও শাস্ত্রচর্চার জন্ত বিদ্যালয় স্থাপন করেন । ১১৪৩ খৃষ্টাব্দে মহাবীর সিদ্ধরাজ ইষ্টদেবের পদে মনঃংযোগ ও অনশনত্রত অবলম্বনপূৰ্ব্বক ইহলোক পরিত্যাগ করেন । বিখ্যাত বীর জগদেবপ্রমার সিন্ধরাজের সেনাপতি ছিলেন । জয়মঙ্গল প্রভৃতি অনেক কবি র্তাহার সভায় থাকিতেন । বিখ্যাত জৈনাচার্য্য হেমচন্দ্র ও প্রথমে ইহার সভা উজ্জল করিয়াছিলেন । জয়সিংহ, কাশ্মীরের একজন বিখ্যাত রাজা, স্বসসলদেবের পুত্র । ইনি ১১২৯ হইতে ১১৫০ খৃষ্টাব্দ পর্য্যস্ত রাজত্ব করিতেন। কবিবর মঙ্খ ইহারই আশ্রয়ে থ্যাতিলাভ করেন । [ কাশ্মীর দেখ । ] জয়সিংহ, বাবেরীর একজন রাজা। সিদ্ধান্ততত্বসৰ্ব্বস্বরচ য়িত গোপীনাথ মৌনীর প্রতিপালক । জয়সিংহ, মীর্জা, অম্বরের একজন বিখ্যাত রাজা । রাজা মহাসিংহের পুত্র । মহাসিংহের মৃত্যু হইলে কে অম্বর সিংহসনে বসিবে, এ সম্বন্ধে আন্দোলন হইতে থাকে। তৎকালে জগৎসিংহের পৌত্র মহালীর জয়সিংহ যোধাবাইএর নিকট রাজ্য পাইবার অাশা ব্যক্ত করেন । যোধাবাইয়ের উপরোধে সম্রাটু জাহাঙ্গীর জয়সিংহকেই অম্বরের সিংহাসন প্রদান করেন । কিন্তু তাহাতে নুরজাহান অত্যন্ত অসন্তুষ্ট হন। বীরবর জয়সিংহ সিংহাসনে আরোহণ করিয়া তীক্ষ্ণবুদ্ধি ও বীৰ্য্যবলে রাজ্য বিস্তারে প্রবৃত্ত হইলেন । বাদশাহ তাহার প্রতি সন্তুষ্ট হইয় তাহাকে মীর্জ উপাধি প্রদান করেন। যখন দিল্লীর ময়ুরাসন লাভ করিবার জন্ত দারা ও অরঙ্গজেবের বিবাদ বঁধে, তখন প্রথমে তিমি দারার পক্ষ অবলম্বন করিয়াছিলেন, কিন্তু পরে বিশ্বাসঘাতকতাপুৰ্ব্বক অরঙ্গজেবের পক্ষ অবলম্বন করায় দারার সাম্রাজ্যপ্রাপ্তির আশা চিরতরে বিলুপ্ত হয়। জয়সিংহ অরঙ্গজেবেরও প্রকৃত উপকার সাধন করিয়াছিলেন। अग्ननिशहमभंद्र সম্রাটু তাহাকে ছয়হাজারী মনসবদার পদ প্রদান করেন । cष गभ८ब्र भशबैौग्न लिबऔब्र श्राष्ट्रातरग्र ८मांभण गांच्चारणाञ्च এক প্রাস্ত হইতে অপর প্রাপ্ত পৰ্য্যস্ত কম্পাখিত হইয়াছিল, মোগল সেনাপতিগণ ধাহার নিকট পুনঃ পুনঃ পরাস্ত হইয়। ছিলেন, সম্রাটু আরঙ্গজেবেও যাহার ভয়ে সৰ্ব্বদা সশঙ্কিত থাকিতেন, সেই বীরকুলতিলক শিবজীকে একমাত্র অঙ্গররাজ জয়সিংহ পরাস্ত ও বন্দী করিতে সমর্থ হইয়াছিলেন । কিন্তু छग्रनिश्इ भशंरौौग्न लियऔद्र कथन अयभांननां काञ्चन नांझे, তিনি শিবাজীকে বন্দী করিয়া দিল্লীতে আনয়নকালে তাহার নিকট প্রতিজ্ঞ করিয়াছিলেন যে দিল্লীশ্বর তাহার কেশীগ্র ম্পর্শ করিতে পারিবেন না । কিন্তু যখন জয়সিংহ দেখিলেন যে দুষ্ট অরঙ্গজেব শিবাজীকে হাতে পাইয় তাহার প্রাণবিনাশের চেষ্টা করিতেছেন, তিনি কালবিলম্ব না করিয়া শিবাজীকে দিল্লী হইতে পলায়নের সুবিধা করিয়া দিয়া অপেন প্রতিজ্ঞা রক্ষা করেন । [ শিবজী দেখ । ] জয়সিংহের বীর বলিয়া একটু গৰ্ব্ব ছিল । তিনি দরবারে সৰ্ব্বসমক্ষে স্পৰ্দ্ধা করিয়া বলিতেন, “আমি মনে করিলেই সাতার কি দিল্লীর অধঃপতন ঘটাইতে পারি।” সম্রাট অরঙ্গজেবও এই স্পৰ্ধার কথা শুনিয়াছিলেন, কিন্তু তিনিও জয়সিংহকে ভয় করিতেন, সেই জন্ত প্রকাশ্বে তাহার কিছু করিতে পারেন না । তিনি জয়সিংহের কনিষ্ঠ পুত্র ক্ষীরোদসিংহকে অঙ্গররাজ্য দিবার লোভ দেখাইয় তাহাকে পিতৃহত্যার জন্ত উত্তেজিত করেন। নিৰ্ব্বোধ ক্ষীরোদসিংহ ধুর্তের কথায় ভুলিয়া অহিফেনে বিষ মিশাইয়া পূজনীয় পিতার প্রাণ স হার করিলেন। কিন্তু ক্ষীরোদসিংহের পাপের প্রায়শ্চিত্ত হইল। তাহার জ্যেষ্ঠ রামসিংহই পিতার সিংহাসনে অভিষিক্ত হইলেন। জয়সিংহদেব, জয়মাধব মানসোল্লাস নামক সংস্কৃত গ্রন্থকার । জয়সিংহনগর, মধ্যপ্রদেশের সাগর জেলার অন্তর্গত একটা গ্রাম । অক্ষা ২৩° ৩৮' উঃ, দ্রাঘি• ৭৮° ৩৭ পূঃ । সাগর নগর হইতে ২১ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত। এখানে প্রায় তিন হাজার লোকের বাস । প্রায় ১৬৯০ খৃষ্টাবো, সাগরের শাসনকৰ্ত্ত জয়সিংহ কর্তৃক এই পল্লী স্থাপিত হয় । তিনি সামন্তরাজগণের আক্রমণ হইতে এই স্থান রক্ষা করিবার জন্ত এখানে একট দুর্গ নিৰ্ম্মাণ করেন, এখনও তাহার ভগ্নাবশেষ দেখিতে পাওয়া যায় । ১৮১৮ খৃষ্টাব্দে সাগরের সহিত এই পল্লীও বৃটিশ অধিকারভুক্ত হয় । তৎপরে ?vaや2 খৃষ্টাব্দে অপ সাহেবের বিধবা মহিষী রুক্সাবাইর বাসের জন্ত এই স্থান প্রদান করা হয়। এখানে থান, ডাকঘর, বিদ্যালয় ও হাট অাছে । . . . VI • , Sq8