পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থ-পরিচয় [ রচনাবলীর বর্তমান খণ্ডে মুদ্রিত গ্রন্থগুলির প্রথম প্রকাশের তারিখ ও গ্রন্থসংক্রান্ত অন্যান্ত জ্ঞাতব্য তথ্য গ্রন্থপরিচয়ে সংকলিত হইল। এই খণ্ডে মুদ্রিত কোনো কোনো রচনা সম্বন্ধে কবির নিজের মন্তব্যও মুজিত হইল। পূর্ণতর তথ্যসংগ্রহ সর্বশেষ খণ্ডে একটি পত্নীতে প্রকাশিত হইবে। ] পূরবী পূরবী ১৩৩২ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। গ্রন্থখানি छूहे অংশে বিভক্ত, পূরবী' ও পথিক’ । ১৩২৪-১৩৩০ সালে রচিত কবিতা পূরবী' অংশে ও ১৩৩১ সালে যুরোপ ও দক্ষিণ-আমেরিকা ভ্রমণকালে লিখিত কবিতা পথিক' অংশে সন্নিবিষ্ট হইয়াছে। পথিক অংশের অনেক কবিতার ইতিহাস 'যাত্রী’ গ্রন্থের ‘পশ্চিম-যাত্রীর ডায়ারি’ অংশে সন্নিবদ্ধ আছে। পথিক অংশের প্রথম কবিতা ‘সাবিত্ৰী” ( ২৬ সেপ্টেম্বর ১৯২৪ ) প্রসঙ্গে পশ্চিমযাত্রীর ডায়ারি'র এই অংশগুলি দ্রষ্টব্য : शंक्रनी-भांङ्ग खांशांछ ২৪ সেপ্টেম্বর ১৯২৪ সকাল আটটা । আকাশে ঘন মেঘ, দিগন্ত বৃষ্টিতে ঝাপসা, বাদলার হাওয়া খুতখুতে ছেলের মতো কিছুতেই শাস্ত হতে চাচ্ছে না। বন্দরের শান-বাধানো বাধের ওপারে দুরন্ত সমুদ্র লাফিয়ে লাফিয়ে গর্জে উঠছে, কাকে যেন ঝুটি ধরে পেড়ে ফেলতে চায়, নাগাল পায় না। •• २९ cगच्छेचब्र কাল সমস্তদিন জাহাজ মাল বোঝাই করছিল। রাত্রে যখন ছাড়ল তখন বাতাসের আক্ষেপ কিছু শাস্ত কিন্তু তখনো মেঘগুলো দল পাকিয়ে বুক ফুলিয়ে বেড়াচ্ছে। আজ সকালে একখানা ভিজে অন্ধকারে আকাশ ঢাকা । এবার আলোকের অভিনন্দন পেলুম না। •• ১ পূরবীর প্রখম মুদ্রণে তৃতীয় একটি অংশ ছিল সঞ্চিতা”—পুরাতন যে-সব কবিতা অন্ত কোনো বইতে গ্রথিত হয় নাই সেগুলি এই বিভাগে মুজিত হইয়াছিল। দ্বিতীয় সংস্করণে এই বিভাগটি পরিত্যক্ত হয়, ब्रध्नांबजौष्ठ७ वर्डिंठ हरेण । अरे विउtन भूजिउ रूछक रूबिउ ब्ररीटा-ब्रकनां२णैौत्र क्लब थr७ब्र गएषाबरन बूजिउ श्रेष्ठांप्इ । I