পাতা:কিরণ মালা (নবীন কালী দেবী).pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o so বিশ্বাসের বশবৰ্ত্তিনী । অভীষ্ট পূরণ নিমিত্ত এক পঞ্চ বৃদ্ধি হইতে পার নাই, তখন তোমার ক্ষমতা আমি বিশ্বে বিদিত আছি। যে इं fतः संजः জন্য মুখাস্বাদন করিয়া, চির দুঃখ ভার বহনে সক্ষম, সে, বি তোমার গভীরতা যাতনা সহনে অক্ষম হইবে ? কুখনই না – তাহার প্রত্যক্ষ দেখ ঐ ভূতলশায়িনী-চির দুঃখিনী মধুমতী আপন দুঃখই ভাবিতেছেন—আর নয়ন,জলে ভাসিতেছেনকত দিনের কত দুঃখ মনে করিতেছেন—কাদিতেছেন—ভাf তেছেন- “সেবার মরিলে আর এত কষ্ট ভোগ করিতে হইত্ব না ;—হায়! কেন ফিরিয়া আসিলাম ! পোড়া মায়ায়,— যখন পিতার নিকট বিদায় লইলাম, মনে ভাবিলাম পিতাবে আর দেখিতে পাইব না, তখন শোক সিন্ধু উথলিয় উঠিল,—উঃ ! কি কষ্ট —মনে মনে পিতার চরণ বন্দন করিলাম—কত কঁাদিলাম ;—অামি পাপিনী পিতার চরণে কত অপরাধিনী, মনে মনে ক্ষমা প্রার্থনা করিলাম। হায় । সেদিন কেন মরিলাম না, কেন এ পপিজীবন গেল না !! আর এই দিন, সেই নৌকায় আরোহণ করিতে করিতে—উ: মনে করিলে হৃদয় বিদীর্ণ হয়-ভাবিলাম গঙ্গায় বাপ দিয়া এ প্রাণ ত্যাগ করিব ; কিন্তু এক আশার জন্য পারিলাম ন!—ভাবিলাম কখন না কখন সাক্ষাৎ পাইব । সেই দিন ! যে দিন আমার ঐহিক সুখ তরী ডুবিল,—আমি তাহার সঙ্গে সঙ্গে চির দিনের জন্য দুঃখ সাগরে ডুবিলাম,–কিন্তু ডুবিয়াও ত দ্যপি মরিতে পারিলাম না ,—যাহাই হউক এবার অার না, নিশ্চয় প্রতিজ্ঞা