পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা শরতে সে শিউলি-বনের তলে ফুলের গন্ধে ঘোমটা টেনে চলে, ফাঙ্কনে তার বরণমালাখানি পরাল মোর শিরে। পথের বঁাকে হঠাৎ দেয় সে দেখা শুধু নিমেষতরে। সন্ধ্য-আলোয় রয় সে বসে এক উদাস প্রাস্তরে। । এমনি করেই তার সে আসা-যাওয়l, এমনি করেই বেদন-ভরা হাওয়া হৃদয়-বনে বইয়ে সে যায় চলে মৰ্মরে মর্মরে । জোয়ার-ভাটার নিত্য চলাচলে তার এই আনাগোনা । আধেক হাসি অাধেক চোখের জলে মোদের চেনাশোনা । তারে নিয়ে হল না ঘর-বাধা, পথে পথেই নিত্য তারে সাধা, এমনি করেই আসা-যাওয়ার ডোরে প্রেমেরি জাল-বোনা। ২৯ ফাল্গুন ১৩২২ শাস্তিনিকেতন