পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূল্যপ্রাপ্তি অবদানশতক অভ্রানে শীতের রাতে নিষ্ঠুর শিশিরঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া— সুদাস মালীর ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কী করিয়া । তুলি লয়ে বেচিবারে গেল সে প্রাসাদদ্বারে মাগিল রাজার দরশন— 5 হেনকালে হেরি ফুল আনন্দে পুলকাকুল & পথিক কহিল এক জন, অকালের পদ্ম তব অামি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার ? বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরমাঝ তার পায়ে দিব উপহার।’ মালী কহে, 'এক মাষা স্বর্ণ পাব মনে আশা ? পথিক চাহিল তাহ দিতে— হেনকালে সমারোহে বহু পূজা অৰ্ঘ্য বহে । নৃপতি বাহিরে আচম্বিতে । রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গলগীত চলেছেন বুদ্ধদরশনে— হেরি অকালের ফুল শুধালেন, “কত মূল ? কিনি দিব প্রভুর চরণে । মালী কহে, হে রাজন স্বর্ণমাষা দিয়ে পণ & কিনিছেন এই মহাশয়।’ দশ মাষ দিব আমি’ কহিলা ধরণী:স্বামী ‘বিশ মাষ দিব পান্থ কয় । দোহে কহে ‘দেহো দেহো, হার নাহি মানে কেহ— মূল্য বেড়ে ওঠে ক্রমাগত । 8to