পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२७ রবীন্দ্র-রচনাবলী তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর । মনেরে তাই কহ যে, ভালে মন্দ যাহাই আস্থক সত্যেরে লও সহজে । নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আপার করে তোল যদি জীবনথান নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুডুল মার, দোহাই তবে এ কার্যট যত শীঘ্র পর সারে । খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড় মনের সঙ্গে এক রকমে করে নে ভাই, বোঝাপড়া, তাহার পরে আঁধার ঘরে প্রদীপথানি জালিয়ে তোলে— ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকুন তফাত হল । মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।