পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাক । २२ যখন আমায় হাতে ধরে আদর করে ডাকলে তুমি আপন পাশে, রাত্রিদিবস ছিলেম ত্রাসে পাছে তোমার আদর হতে অসাবধানে কিছু হারাই, চলতে গিয়ে নিজের পথে যদি আপন ইচ্ছামতে কোনোদিকে এক পা বাড়াই, পাছে বিরাগ-কুশাস্কুরের একটি কাটা একটু মাড়াই। মুক্তি, এবার মুক্তি আজি উঠল বাজি অনাদরের কঠিন ঘায়ে, অপমানের ঢাকে ঢোলে সকল নগর সকল গায়ে ওরে ছুটি, এবার ছুটি, এই যে আমার হল ছুটি, ভাঙল আমার মানের খুটি, খসল বেড়ি হাতে পায়ে ; এই যে এবার দেবার নেবার পথ খোলসা ডাইনে বায়ে । এতদিনে আবার মোরে বিষম জোরে ডাক দিয়েছে আকাশ পাতাল । লাস্থিতেরে কে রে থামায় । ঘর-ছাড়ানো বাতাস আমায় ক্তি-মদে করল মাতাল । 8○