পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীক্স-রচনাবলী عرافي لا মেঘ, বিদ্যুৎ খেলছে, সামনে দাড়িয়ে আছেন তিনি, জলছে আ গুন সর্বাঙ্গ ঘিরে । আমার রক্ত এল হিম হয়ে । ছুটে তোকে বলতে গেলুম, এখনি দে তোর মন্ত্র বন্ধ করে । গিয়ে দেখি তুই শিবনেত্র, কাঠের মতো বলে, ঘন ঘন নিশ্বাস পড়ছে, জ্ঞান নেই । মনে হল, তোর মধ্যেও কোলেtখানে দাউ-দাউ জগছে আগুন । যে-পাবক দিয়ে তিনি ঢেকেছেন আপনাকে তোর অগ্নিনাগিনী ফোস ফোস ক'রে তাকে ছোবল মারছে, চলছে দ্বন্দ্বযুদ্ধ। ফিরে এসে আয়না তুলে দেখি, আলো গেছে—শুধু দুঃখ দুঃখ দুঃখ, অসীম দুঃখের মূর্তি । ম। মরে পড়ে গেলি নে তাই দেখে । তারই ভো ঝলক লেগেছিল আমার প্রাণের মধ্যে ; মনে হল, আর সইবে না । প্রকৃতি। যে দুঃখের রূপ দেখেছি সে তো তার একলার নয়, সে আমার ও ; আমাদের.দু-জনের । ভীষণ আগুনে গ’লে মিশেছে সোনার সঙ্গে তাবা । মা । ভয় হল না তোর মনে ? প্রকৃতি । ভয়ের চেয়ে অনেক বেশি– মনে হল দেখলুম, স্বষ্টির দেবতা প্রলয়ের দেবতার চেয়ে ভয়ংকর— আগুনকে চাবকচ্ছেন তার কাজে, অfর অt গুন কেবলই গোম্রাচ্ছে গর্জাচ্ছে । সপ্তধাতুর কেীটোতে কী আছে তার পায়ের সামনে— প্রাণ না মৃত্যু ? আমার মনে ফুলতে লাগল একটা আনন্দ । তাকে কী বলব ? নতুন হষ্টির বিরাট বৈরাগ্য । ভাবনা নেই, ভয় নেই, দয়া নেই, দুঃখ নেই– ভাঙছে, জলে উঠছে, গলে যাচ্ছে, ছিটকে পড়ছে ফুলিঙ্গ । থাকতে পারলুম না, আমার সমস্ত শরীরমন নেচে নেচে উঠল, অগ্নিশিখার মতো ।

  • jांन

८श् बशश्:ं, cश् क्रय, ८छ् खघ्नश् हि व्र, ওহে শংকর, হে প্রলয়ংকর । হোক জটানি:স্বত অগ্নিভূজঙ্গম ংশনে জর্জর স্থাবর জঙ্গম, 한국 간-3F, 전국-RF 전R পিণাক টংকরে ॥ ম। কী রকম দেথলি তোর ভিক্ষুকে । প্রকৃতি। দেখলুম, তার অনিমেষ দৃষ্ট বহুদূরে তাৰিয়ে, গোধূলি-আকাশের তারাব মতে। ইচ্ছে হল, আপনার কাছ থেকে চলে যাই অনন্তযোজন দূরে।