পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sa» ब्रवैौटअ-ब्रघ्ननांबजौ অবজ্ঞা । মহেঞ্জের সন্দেহ হইল, বিহারীর সহিত বিনোদিনীর চিঠিপত্র চলিতেছে এবং ৰিনোধিনী তাহার কাছ হইতে কোনো আশ্বাস পাইয়াছে। ङश्वन शरह्छ विशांद्रौबू वाक्लिव्र वि८क छलिज । पृथन दिशंद्रौव्र चोद्भद्र निब्रां घ निज, তখন রাজি আর বড়ো অধিক নাই। অনেক ধাক্কার পর বেহার ভিতর হইতে गब्रख धूनिबा निब कश्लि, “बांबूछि वांछि नाहे ।" মহেন্দ্র চমকিয়া উঠিল। ভাৰিল, “আমি যখন নির্বোধের মতো রাস্তায় রাস্তায় ছুটির বেড়াইতেছি, ৰিহারী সেই অবকাশে বিনোদিনীর কাছে গেছে । এইজন্সই বিনোদিনী আমাকে এই রাত্রে এমন নির্দয়ভাবে অপমান করিয়াছে, এবং আমিও তাড়িত গর্দভের মতো ছুটিয়া চলিয়া আসিয়াছি।” মহেন্দ্র তাহার পুরাতন পরিচিত বেহারাকে জিজ্ঞাসা করিল, "ভজু, বাৰু কখন बांश्ब्रि ह्हेंब्रl ८गं८छ्न ।” ভজু কহিল, “সে আজ চার-পাচ দিন হইয়া গেছে । তিনি পশ্চিমে কোথায় বেড়াইতে গেছেন।” শুনিয়া মহেন্দ্র বঁাচিয়া গেল। তাহার মনে হইল, “এইবার একটু শুইয়া আরামে ঘুমাই, আর সমস্ত রাত ঘুরিয়া বেড়াইতে পারি না।” বলিয়া উপরে উঠিয়া বিহারীর ঘরে কোঁচের উপর গুইয়া তৎক্ষণাৎ ঘুমাইয়া পড়িল । মহেন্দ্র যে-রাত্রে বিহারীর ঘরে আসিয়া উপন্দ্ৰৰ করিয়াছিল, তাহার পরদিনই বিহারী কোথায় যাইতে হইবে, কিছুই স্থির না করিয়া পশ্চিমে চলিয়া গেছে। ৰিহারী ভাবিল, এখানে থাকিলে পূর্ববন্ধুর সহিত সংঘর্ষ কোন-একদিন এমন বীভৎস হুইয়া উঠিৰে যে, তাহার পর চিরজীবন অস্থতাপের কারণ থাকিয়া যাইবে । পরদিন মহেন্দ্র যখন উঠিল তখন ৰেলা এগারোটা । উঠিয়াই সন্মুখের টিপাইয়ের উপর তাহার দৃষ্টি পড়িল । দেখিল, বিনোদিনীর হস্তাক্ষরে বিহারীর নামে এক পত্র পাথরের কাগজচাপা দিয়া চাপ রছিয়াছে । তাড়াতাড়ি তাহা তুলিয়া লইয়া দেখিল, পত্র এখনো খোলা হয় নাই। প্রবাসী বিহারীর জন্ত তাহা অপেক্ষা করিয়া আছে । BBDDDDD DDD DDBBB BD DDD BBB BBB SSSSSS D DD বিনোদিনী তাহদের গ্রাম হইতে বিহারীকে লিখিয়াছিল এবং ইহার কোনো জৰাৰ সে পায় নাই। চিঠির প্রত্যেক অঙ্কর মহেক্সকে দংশন করিতে লাগিল । বাল্যকাল হইতে বরাবর বিহারী মহেঞ্জের অন্তরালেই পড়িয়া ছিল । জগতে স্বেহুপ্রেম সম্বন্ধে মহেন্দ্র८बवष्ठांद्र ७क निर्षींलाहे ऊांझांब खादशी खूम्नेऊ । चांछ भद्रश्छ चब्र९ यांपैं। ७द९ बिशबौ