পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S & २ রবীন্দ্র-রচনাবলী খামবঙ্কিম ভঙ্গীতে চঞ্চল কলসংগীতে দ্বারে নিয়ে আয় শাখায় শাখায় প্রাণ-আনন্দ কোলাহল । তোদের নবীন পল্পবে নাচুক আলোক সবিতার, দে পবনে বনবল্লভে মর্মর গীত উপহার । আজি শ্রাবণের বর্ষণে আশীর্বাদের স্পর্শ নে, পড়ুক মাথায় পাতায় পাতায় আমরাবতীর ধারাজল । ক্ষিতি বক্ষের ধন হে ধরণী, ধরে ফিরে নিয়ে তব বক্ষে । শুভদিনে এরে দীক্ষিত করে। আমাদের চিরসখ্যে । অস্তরে পাক কঠিন শক্তি, কোমলতা ফুলে পত্রে, পক্ষিসমাজে পাঠাক পত্রী তোমার অন্নসত্রে । অপ হে মেঘ, ইন্দ্রের ভেরি বাজাও গম্ভীর মন্দ্রস্বনে মেদুর অম্বরতলে । আনন্দিত প্রাণের স্পন্দনে জাগুক এ শিশুবৃক্ষ । মহোৎসবে লহে এরে ডেকে । বনের সৌভাগ্যদিনে ধরণীর বর্ষ অভিষেকে ।