পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\9్సt~ কৃষক উপকৃত হইতে পারে। এই জন্য যেখানে অনেক দরিদ্র কৃষক কাছাকাছি জায়গায় বসবাস করে সেখানে কৃষিন্ত্রের ব্যবহারের জন্ত কোন প্রকার যৌথ ব্যবসায়ের প্রতিষ্ঠা বিশেষ ফলপ্রদ হইবে। ভারতবর্ষের পক্ষে এই যুক্তি বিশেষভাবে প্রযোজ্য । ৩। কৃষক-সম্প্রদায়কে সাধারণভাবে যন্ত্রবিদ্যা শিখান আবগুক —যন্ত্র-ব্যবহারের একটি বিশেষ অন্ধবিধা এই যে, যদি হঠাৎ কোন যন্ত্র বিকল হয় তাহা হইলে উহাকে পুনরায় কার্ধ্যোপযোগী করিবার জন্ত উপযুক্ত কারিগরের প্রয়োজন। কিন্তু কৃষকদিগের মধ্যে যদি যন্ত্রের গঠন ও কাৰ্য্যপ্রণালী সম্বন্ধে সাধারণ জ্ঞান থাকে তাহা হইলে অন্তত: ছোট ছোট মেরামতি কাজ তাহারা নিজেরাই করিতে পারে। ইহার জন্ত বড় বড় জমিদারীতে একটি করিয়া বিচক্ষণ কারিগর রাখা এবং গবয়েন্টের তরফ হইতে কৃষক-সম্প্রদায়ের মধ্যে কৃষিমন্ত্ৰ-বিদ্যা সম্বন্ধে জ্ঞান বিস্তারের জন্ত সম্পূর্ণ স্ববিধা করিয়া দেওয়া আবস্তক। ৪ । স্থান- ও অবস্থা- বিশেষে প্রচলিত কৃষিকার্ধ্যের পদ্ধতি ও কুষিষন্ত্রের ব্যবহার শৃঙ্খলাবদ্ধ করা দরকার –ক্ষেত্র আয়তনে ছোট হইলে অনেক সময়ে ক্ষেত্রকর্ষণ, বীজবপন, শস্তচ্ছেন প্রভৃতি কাৰ্য্য কৃষক-পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এইরূপ স্থলে যন্ত্রের ব্যবহারে কৃষকের কোন স্ববিধার সম্ভাবনা নাই, কারণ যদিও ইহাতে কৃষক, কৃষকপী ও পরিবারভুক্ত অন্যান্য লোকের কায়িক পরিশ্রম কিছু লাঘব হইতে পারে কৃষকের পক্ষে ইহা বিশেষ ব্যয়সাধ্য হইবে। তবে এইরূপ স্থলে যন্ত্র ব্যবহার করিয়া কৃষক যদি অনেক বেশী ফসল অথবা অল্প শ্রমে প্রবাসী @\98艾 অপেক্ষাকৃত উৎকৃষ্ট শ্রেণীর শস্ত উৎপন্ন করিতে পারে, তবেই যন্ত্র-ব্যবহার সমর্থন করা যায়। যেখানে জমিদারী বড় এবং কৃষিক্ষেত্রগুলি খুব প্রশস্ত, সেখানে কোন প্রকার শস্তোৎপাদনের জন্ত যন্ত্র ব্যবহার করিবার পূৰ্ব্বে ঐ শস্ত সম্বন্ধে নানা স্থানের ফলাফল বিশেষভাবে পরীক্ষা করা উচিত। অবশু কোন প্রকার সিদ্ধান্তে উপনীত হইবার পূৰ্ব্বে বিভিন্ন স্থানের পারিপার্থিক অবস্থা, শস্তবপনের সময় ও কৃষিকার্য্যের প্রণালী বিবেচনা করা आोदुक । বলা বাহুল্য, কৃষিষন্ত্রের বিস্তারের জন্য সকল দেশেই গবয়েন্টের সাহায্য একান্ত প্রয়োজন। এই প্রসঙ্গে বলা যাইতে পারে, কৃষিকার্ধ্যে রাশিয়াতে নূতন যুগ আসিয়াছে বলিলেও অত্যুক্তি হয় না। রাশিয়াতে সমস্ত কৃষিকাৰ্য্য রাজসরকার দ্বারা পরিচালিত হয় । রাশিয়ার অনেক জায়গায় আজকাল এরোপ্লেনের সাহায্যে বিস্তৃত উর্বর জমির উপরে বীজ বপন করা হয়। ৬ নং চিত্রে তাঁহ দেখান হইল । ৫ । কৃষিৰ্যন্ত্র-ব্যবহারের সহিত সামাজিক সম্বন্ধ :– অধিকাংশ স্থলেই কৃষকদিগের মধ্যে আধুনিক কৃষিযন্ত্রব্যবহারের প্রচলন না-হওয়ার প্রধান কারণ—কৃষকদিগের দারিদ্র্য। ভারতবর্ষ, হাঙ্গেরী প্রভৃতি অনেক দেশে কৃষিক্ষেত্রের আয়তনের তুলনায় কৃষিকৰ্ম্মীদিগের সংখ্যা খুব বেশী। এই সকল দেশে সাধারণ কৃষিকার্ধ্যে আধুনিক কৃষিষন্ত্রের অত্যধিক ব্যবহার আরম্ভ করিলে বেকারের সংখ্যা বিশেষভাবে বৃদ্ধি পাইবে—যাহা সামাজিক মঙ্গলের দিক হইতে আদেী বাঞ্ছনীয় হইবে না।