পাতা:গুঞ্জন - বিজন কুমার আচার্য্য.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

જી હર્વિ [ы] চোখের থেকে পর্দা গেল, দেখছি দূরে চেয়ে, আসছে দিনের ছবি ফুটলো, আসছ তুমি নেয়ে, তসর কাপড় জড়িয়ে আছে আগের তমু, স্থল লাল পাড়েতে লাল সিথিতে মিলেছে বিলকুল, কঁাচা-পাকা চুলের গোছে গন্ধতেলের গন্ধ চলার তালে লেগেছে এক নোতুনতর ছন্দ, শান্ত দুটি চক্ষু মেলে, স্মিত হাসি হেসে ঢুকলে তুমি ঠাকুরঘরে, পূজারিণীর বেশে । একটু পরে স্তোত্র শুনি মন্ত্র-গুঞ্জরণ ঠাকুর মা ও মায়ের কথা তুলল ভরে মন ॥ তারপরেতে খোজটি নেবে রান্না ঘরে গিয়ে সকল কিছু হচ্ছে কিনা ঠিক ঠিক মিলিয়ে, পটলার যে পেটের অসুখ, বিন্দির জল-সাবু কালকে রাতে সর্দি-জ্বরে করেছে তারে কাবু। যার যেমন তার তেমন হচ্ছে কিনা ঠিক মনের ফর্দ মিলিয়ে নেবে, দেখেই চারিদিক, এরি মাঝে হয়ে গেছে কখন কাপড় ছাড়া ছেলেরা সব নাইতে গেছে, আপিস যাবার তাড়া আমার কেবল আছে ছুটি অখণ্ড অবসর কাগজগুলো টেনে নিয়ে পড়ছি পরের পর ॥ জtটtশ