পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী Եբ অসম্ভব হইয় পড়ে। কিন্তু বাঙালী বাবুদের ধাৎ আলাদা। দেখিয়াছি বাংলার বাহিরে কোন স্বাস্থ্যকর স্থানে যখন বাঙালীবাবুরা বামুপরিবর্তনে যান, বাঙালীর দোকান থাকা সত্ত্বেও সেখান হইতে জিনিষ ক্রয় না করিয়া অনেকে ঐ প্রদেশের লোকের দোকান হইতেই নিজেদের প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করিয়া থাকেন। সব প্রদেশের লোকেরই আপন আপন প্রদেশবাসীর প্রতি যে সহানুভূতি লক্ষ্য করা যায়, একমাত্র বাঙালী জাতির মধ্যেই তাহার অভাব দেখিতে পাই । প্রথম হইতেই বাঙালী জাতি যদি ব্যবসার দিকে ঝোক দিত এবং পরস্পর পরস্পরকে সহায়তা করিতে আগ্রহশীল হইত, তবে বাঙালীর প্রতিভা আজ ব্যবসাক্ষেত্রেও চরম উৎকর্ষ লাভ করিত। সেই ভুলের প্রায়শ্চিত্তই আজ বাঙালী করিতেছে—সেই ভুলের ফসল কুড়াইতে কুড়াইতেই ব্যবসাক্ষেত্রে বাঙালী আজ এই শোচনীয় অবস্থায় আসিয়া পৌঁছিয়াছে। ব্যবসাক্ষেত্রে আজ সে সকলের পশ্চাতে ।