পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী আইন, ১৯৯০ (৪) মহা-পরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি বা অসুস্থতাহেতু বা অন্য কোন কারণে মহা-পরিচালক দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্যপদে নব নিযুক্ত মহা-পরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা মহা-পরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি মহা-পরিচালকরুপে দায়িত্ব পালন করিবেন। 。 (৫) মহা-পরিচালক একাডেমীর সার্বক্ষণিক মূখ্য নির্বাহী কর্মকর্তা হইলে । এবং তিনি- & (ক) বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; ് Co., (*) রেলিজেন লে। কর্মকর্তা ও কর্মচারী ১২। (১) সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশাবলী সাপেক্ষে, একাডেমী ঋণগ্রহণের ক্ষমতা একাডেমীর তহবিল উহার দড়ি জলপালনরজ্যকর্মকর্ড ওকনিয়ােগ করতে পারে। R (২) একাডেমীর কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ােগ ও চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। so - ১৩। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে একাডেমী সরকারের o ১৪। (১) একাডেমীর একটি তহবিল থাকিবে এবং উহাতে

  • No (ক) সরকারের অনুদান (খ) স্থানীয় কর্তৃপক্ষের অনুদান, o (গ) একাডেমীর সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ,

... O (ঘ) সরকারের অনুমতিক্রমে কোন বিদেশী সরকার বা প্রতিষ্ঠান হইতে ് গৃহীত দান, সাহায্য বা মঞ্জুরী, ... o. S (ঙ) একাডেমী কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ জমা হইবে। (২) একাডেমীর তহবিল বোর্ডের অনুমোদনক্রমে যে কোন তফসিলভুক্ত ব্যাংকে জমা রাখা হইবে। (৩) একাডেমী উহার দায়িত্ব পালনের প্রয়োজনে উহার তহবিল ব্যবহার করিতে পারিবে । বার্ষিক বাজেট বিবরণী ১৫। একাডেমী প্রতি বৎসর সরকার কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী অর্থ বৎসরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত অর্থ বৎসরে সরকারের নিকট হইতে একাডেমীর কি পরিমাণ অর্থের প্রয়োজন উহার উল্লেখ থাকিবে।