পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী আইন, ১৯৯০ >\○ (ছ) জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন ও কর্মশালার আয়োজন ও পরিচালনা করা; (জ) পল্লী উন্নয়ন ক্ষেত্রে নীতি নির্ধারণে সাহায্য করা: (ঝ) সরকারের অনুমোদনক্রমে বিদেশী বা আন্তর্জাতিক গবেষণা, শিক্ষা ও NON প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে পল্লী উন্নয়ন বিষয়ক যৌথ কর্মসূচী গ্রহণ করা: o (ঞ) সরকারের অনুমোদনক্রমে পল্লী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা N সার্টিফিকেট কোর্স প্রবর্তন করা। SS ৮। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার একাডেমীকে যে কোন নির্দেশ নির্দেশ প্রদানে প্রদান করিতে পারিবে এবং একাডেমী উহা পালন করিতে বাধ্য থাকিবে। ཀྱང་ང་དང་ང་བ་ h)| ७)बार्डबडिशबालकस्य जलवायञ्जनगड श्लषकैलस्य সভার তারিখ, সময় ও স্থান সভাপতি কর্তৃক স্থিরীকৃত হইবে। ് (২) এই ধারার বিধান সাপেক্ষে, বাের্ডের সভার কার্যধারা প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত হইবে। o N "لام (৩) বোর্ডের সভার কোরামের জন্য উহার মোট সদস্য-সংখ্যার অনূ্যন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মূলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না। o (৪) সভাপতি বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন, এবং তাহার অনুপস্থিতিতে বাের্ডের সহসভাপতি ভক্তি করবেন। ནི་། ། (৫) প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে। യ (৬) শুধুমাত্র কোন সদস্যপদ শুনাত বা বাের্ড গঠন জটি বাকার করল একাডেমীর কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোন প্রশ্নও উত্থাপনাবাইনাে। N ১০। একাডেমীর স্বার্থে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়ােজনীয়তা দেখা সভাপতির বিশেষ - No) so ১১। (১) একাডেমীর একজন মহা-পরিচালক থাকিবেন। মহা-পরিচালক CŞ (২) মহা-পরিচালক বোর্ডের সচিবও হইবেন। (৩) মহা-পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর