পাতা:ভিষক্‌-দর্পণ (ঊনবিংশ খণ্ড).pdf/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ماه ভিকাপ I

  • [মার্ক, ده هد

ৰয়োধিকদিগের অপেক্ষা অধিকতর যাতনা প্রকাশ করিয়াছে। * ৫ । গ্লিসিরিনের সহিত মিশ্রিত করিয়া ব্যবহার করিলে গন্ধকের ক্রিয় ক্ষীণ হইয়া পড়ে । ৬ । ত্রযুক্ত লেন মহাশয় বলেন, তরুণ ক্ষতে গন্ধকের ক্রিয় চব্বিশ ঘণ্টার মধ্যেই প্রকাশ পাইয়া থাকে, আমিও এই প্রকার হইতে দেখিাছি ; কিন্তু দূষিত এবং টিউবার কিউলাস ক্ষতে এরূপ হইতে দেখা যায় না, অনেক অধিক সময়ের প্রয়োজন হইয় পড়ে। প্রয়োগের ফল দেখিয়া সকল স্থানেই বিচার করিয়া কাল নিরূপণ করা যাইতে পারে। আমি ভূয়োদর্শন দ্বারা অবগত হইতে পারিয়াছি যে, ক্ষত সুস্থ অবস্থায় আনয়ন ধরিতে দুইবার বা তিনবার প্রয়োগই প্রচুর इहेब्रोप्छ् । - গন্ধক কিরূপে প্রয়োগ করিতে হইবে তদ্বিষয় প্রকাশ করিয়া এই প্রবন্ধের উপসংহার कब्र झल्ले८ठ८छ् ? ১। অনাবৃত ক্ষতের ( উহু সদ্য কর্তিতই श्डेक ৰ অন্ত প্রকারের হউক ) উপর গন্ধকের চুৰ্ণ প্রক্ষেপ করিয়া অঙ্গুলী দ্বারা ধীরে ধীরে মর্থন করিতে হইবে, এবং পরে উহা এণ্টি - সেপটিক ড়ে সিং দিয়া ড়ে স করিতে হইবে । এই প্রকার করলে, প্রয়োগ কৰ্ত্তার কোন ৰিপদ হইতে পারে বলিয়া আশঙ্কা করিবার কোন হেতু নাই। ২ । স্ফোটক, অপর প্রকার দূষিত ক্ষত জখৰ টিউবার্কিউলাস গহ্বরে প্রয়োগ করিতে fইলে সিদিন সক্তি মিশ্ৰিত কলি করিতে হয়। মাত্রা ১ ভূমি হইতে এক আউন্স। এই প্রকারে গন্ধক প্রয়োগ করিলে দেখা যায় ;—প্রথমে মৃদ্ধ প্রকারের দাহক-বেদন জন্মে ; পরে উহা হইতে তীব্র গন্ধ নিস্থত হইতে থাকে। গন্ধক সলফিউরেটেড হাইড়ে জেনে পরিবর্তিত হইয়া এই গন্ধ উদ্ভূত इग्न । छूडौञ्च, श्र ठ डङ्गभई हडेक बां अछूद्रযুক্তই ইউক উহার স্বভাবানুসারে এবং প্রয়োজিত গন্ধকের পরিমাণামুসারে উহার উপর একটী শ্লফ ( Slough ) পতিত হয়। গন্ধক প্রয়োগে যে দহজ যাতনা অমুভূত হয়, কোকেন ( Cocaine) প্রয়োগ করিলে উহা হ্রাস বা নিবৃত্ত হইয়া থাকে। প্রায় সৰ্ব্বত্রই এরূপ দৃষ্ট হয় যে, গন্ধক প্রয়োগ করিলে যখন সামান্ত শ্লফ উৎপন্ন হয়, তখন দুই এক দিনের মধ্যেই উহা পৃথক হইয়া তৎস্থলে সুস্থ ক্ষতাঙ্কুর সকল দৃষ্ট হইয়া থাকে এবং আমি সৰ্ব্ব স্থলেই দেখিয়াছি যে অন্ত প্রকার চিকিৎসায় যে ক্ষত আরোগ্য হইতে এক মাস সময় প্রয়োজন হয়, গন্ধক দ্বারা চিকিৎসা করায় তাহ এক বা দুই সপ্তাহেই অরোগ্য হইয়া যায় । শ্ৰীযুক্ত লেন মহাশয় লিখিয়াছেন— qề ès" FitzGilāf ( ( Cancerous) s AtCFtcsöfn ( Sarcomatous ) vrs এরং ষ্টমাটাইটিস (Stomatitis) Catzot প্রয়োগ করিয়াও উপকার পাওয়া যায়। পাঠকগণ এ সকল রোগে ইহা পরীক্ষা করিয়া ইহার ফলোপধারীতার বিষয় প্রকাশ করেন । ইহা আমাদিগের একাঙ্ক of গহবর মধ্যে প্রয়োগ { পৰা যাবাে গন্ধর মধ্যে এগে। আরোধ।