পাতা:গ্রীক ও হিন্দু - প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রীক ও দিন প্রস্তাবনা ৷ مسس س-k:س سے “নারায়ণং নমস্কৃত নরঞ্চৈব নরোত্তমং। দেবীং সরস্বতীঞ্চৈব ততো জয়মুদীরয়েৎ ” কাৰ্য্যমাত্রের উদেশ্ব আছে, উদেশ্বমাত্রের হেতু আছে, এবং হেতুর আবার সার্থকতা আছে। কাৰ্য্যামৃষ্ঠানে যথায় এই চতুৰ্ব্বিধ ক্রমের মুসিদ্ধি, তথায়ই কার্য্যের পূর্ণতা, এবং সেই কাৰ্য্যই যথার্থত: মুফল-ফলবা হইয়া থাকে। নতুবা কাৰ্য্য কাৰ্য্যমধ্যে গণ্য নহে ; তাহা গন্তব্য পথে গতিপগুমাত্র। দুর্ভাগ্যক্রমে এই সাংসারিক কাৰ্য্যক্ষেত্রে গতিপওই অধিক দেখিতে পাওয়া যায়, এবং অধিকাংশ লোক প্রতিকৃতি-প্রতারিত, এই গতিপণ্ডকেই আকাজিত পুরুষাৰ্থ ভাবিয়া, চিত্তকে প্রবোধদানে জীবন-ব্যাপার নির্বাহ করিয়া থাকে। মনুষ্য-শক্তিসাধ্য যাবতীয় কাৰ্য্য দ্বিবিধ প্রকারে সম্পাদিত হইয় থাকে। এক ইচ্ছাতীতে, অপর ইচ্ছাধীনে ; অথবা এক প্রাকৃত্তিক নিয়মের বশবৰ্ত্তিতায়, অপর মানবীয় বা মনুষ্যের স্বকৃত নিয়মের