পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ / ] ধারণে অক্ষম গ্রন্থকারের রচনা শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ সেন গুপ্ত ও ঐযুক্ত কৃষ্ণচন্দ্র ঘোষ কর্তৃক লিপিবদ্ধ হইয়াছে । আমার ছাত্র পরম স্নেহাস্পদ অধ্যাপক খ্ৰীযুক্ত কালিদাস নাগ, এম, এ, পাণ্ডুলিপির অধিকাংশ পাঠ করিয়াছেন । সুহৃদ্ধর ত্রযুক্ত রামকমল সিংহ আদ্যোপান্ত প্রফ সংশোধন করিয়াছেন। কলিকাতা চিত্রশালার চিত্রশিল্পী শ্ৰীযুক্ত দ্বিজেন্দ্রনাথ বাগচী মুদ্রা গুলির ছাঁচ ( plaster cast ) প্রস্তুত করিয়াছেন, তাহার সহযোগী খ্রীস্ক্র শিবচন্দ্র মণ্ডল এই সকল ছাঁচের ছায়াচিত্র গ্রহণ করিয়াছেন এবং ঐযুক্ত অভয়াচরণ চৌধুরী চিত্রে সংখ্যাঙ্কন করিয়াছেন। "এমারেল্ড প্রিটিং ওয়ার্কসে’র স্বত্বাধিকারী শ্ৰীযুক্ত গণদেব গঙ্গোপাধ্যায় ও তত্ত্বাবধায়ক ঐযুক্ত রামকৃষ্ণ ভট্টাচার্যের সাহায্যে অতি অল্প সময়ের মধ্যে এই গ্রন্থ সুচারুরূপে মুদ্রিত হইয়াছে। চিত্রগুলি “মহিলা প্রেসে’র স্বত্বাধিকারী শ্ৰীযুক্ত ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সাহায্যে সম্পন্ন ও "এমারেল্ড প্রিটিং ওয়াকস্ কর্তৃক মুদ্রিত হইয়াছে । গ্রন্থকারের বন্ধুবর্গের বহু পরিশ্রম সত্ত্বেগু গ্রন্থমধ্যে বহু ভ্রম প্রমাদ রহিয়া গিয়াছে । ভরসা করি, পণ্ডিতসমাজ ভারতীয় ভাষায় লিখিত ভারতীয় মুদ্রাবিষয়ক প্রথম গ্রন্থে, গ্রন্থকারের অক্ষমতাজনিত দোষসমূহ মার্জন করিবেন । ৬৫, সিমলা ষ্ট্রীট, কলিকাতা, l རྩེ་༽ }াপাধ্যায় শ্রীরাখালদাস বন্দ্যোপ ২৩শে আশ্বিন, ১৩২২ । J দাস