পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ ২৯ অধিকার লাভ করিয়াছিলেন । যে বৎসর আলীমর্দান নিহত হইয়াছিলেন এবং হস্যম্-উদ্দীন ইউয়জ লক্ষ্মণাবতী লাভ করিয়াছিলেন, সেই বৎসর লাহোরে সুলতান কুতব -উদ্দীন ইবকের মৃত্যু হইয়াছিল** । সুলতানের মৃত্যু সংবাদ শ্রবণ করিয়া হস্যম্-উদ্দীন রাজোপাধি গ্রহণ করিয়া গিয়াস্-উদ্দীন নাম গ্রহণ করিলেন । র্তাহার নামে মুদ্রা মুদ্রাঙ্কিত হইল এবং নমাজের সময়ে র্তাহার নাম উচ্চারণ ( খোংবা ) আরব্ধ হইল ৬১ । সুলতান কুতব -উদ্দীন ইবকের মৃত্যুর পরে ভারতবর্ষের মুসলমান সাম্রাজ্য বিশৃঙ্খল হইয়া পড়িয়াছিল, সেই অবসরে হস্যম্-উদ্দীন বা গিয়াস্-উদ্দীন স্বাধীনতা অবলম্বন করিয়াছিলেন। তাহার পূর্ববর্তী লক্ষ্মণাবতীর মালিকগণ প্রকৃতপক্ষে স্বাধীন ছিলেন, তবে সকলে দিল্লীর পরাক্রান্ত সম্রাটের ভয়ে রাজোপাধি গ্রহণ করিতে ভরসা করিতেন না ! কুতব -উদ্দীনের মৃত্যুর পর হইতে পঞ্চদশ বর্ষ কাল, সুলতান গিয়াস্-উদ্দীন নিৰ্ব্বিবাদে রাজ্যভোগ করিয়াছিলেন। কুতব -উদ্দীনের পরে তৎপুত্র আরাম-শাহ কয়েকমাসের জন্য দিল্লীর অধিকাব লাভ করিয়াছিলেন। র্তাহার পরে কুতব-উদ্দীনের জামাতা শমস্-উদ্দীন অলতমশ বা অল্‌তৎমশ দিল্লীর অধিকার লাভ করিয়াছিলেন । র্তাহার রাজ্যের প্রথম ভাগ, বিদ্রোহ দমনে ও ভারতবর্ষের অন্যান্য মুসলমান রাজগণের সহিত যুদ্ধে অতিবাহিত হইয়াছিল। ৬২২ হিজরায় অর্থাৎ ১২২৫ খৃষ্টাব্দে অলতমশ সুলতান গিয়াস্উদ্দীনকে আক্রমণ করিবার মানসে যাত্রা করেন" । ইতঃপূৰ্ব্বে, অলতমশের সেনাপতিগণ মগধ অধিকার করিয়াছিলেন । অল্তমশ বিহার হইতে লখ নেীতীর দিকে অগ্রসর হইলে গিয়াসূ-উদ্দীন তাহাকে বাধা দিবার জন্য তাহার নৌবাহিনী অগ্রবর্তী করিয়াছিলেন ৬৩। গিয়াসূ-উদ্দীনের সহিত অলতমশের যুদ্ধ হইয়াছিল কিনা তাহ জানিতে পারা যায় না। রিয়াজ-উস্সালাতন অনুসারে, গিয়াসূ-উদ্দীন আপনাকে অল্তমশ অপেক্ষ সেনাবলে দুৰ্ব্বল দেখিয়া সন্ধির প্রস্তাব করিয়াছিলেন “ । এই সন্ধির সর্ত অনুসারে, গিয়াস্-উদ্দীন অলতমশকে আটত্রিশটি হস্তী ও আশীহাজার* অথবা অশীতি (৬) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ৭০ ৷ (৬১) ঐ, পৃঃ ৭১-৭২ ; তবকাৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৫৮১। (৬২) তৰকাৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৬১০। છે, t: 4 సెరి (های) (৬৪) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অনুবাদ, পৃঃ ৭২। (**) હ