পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ bፖ ঐতিহাসিক চিত্ৰ । তিনি যদি ইংলণ্ড থাকেন তাহা হইলে, তাহার দাবীর নিমিত্ত (to, e o o sites পাইবেন। মহারাজ ইহাতে অস্বীকৃত হইয়া শ্বেতদ্বীপ পরিত্যাগ করিলেন । অশেষ অনুনয়ের পর তিনি ভারতে আগমনের অনুমতি প্ৰাপ্ত হইলেন বটে, কিন্তু ঊর্তাহাকে পঞ্চনদে যাইতে দিতে গবর্ণমেণ্ট কোন মতেই সম্মত হইলেন না । দলিপ সাতিশয় ক্ষুব্ধ হইয়া ইংলণ্ড পরিত্যাগের অব্যািলঙ্গিত পূর্বে র্তাহার স্বদেশবাসী দিগকে নিম্নলিখিত রূপ এক পত্ৰ লিখিলেন । 幽 विवांड, २dgभ भा56 >bb”७ । ‘वाभद्र ४ि ग्रडभ नgन की भू१० কোনকালে ভারতে প্ৰত্যাগমন বা তথায় বাস করা আমার অভিপ্রেতি ছিল না । কিন্তু অদৃষ্ট নিবন্ধন, আমার ইচ্ছার বিরুদ্ধে ভারতে সামান্য অবস্থায় কালাতিপাত করিবার জন্য আমাকে ইংলণ্ডপরিত্যাগ করিতে হইবে। যাহা সৰ্ব্বোত্তম তাঁহাই ঘটবে। হে খালসাজী স্বকীয় ধৰ্ম্ম পরিত্যাগ করিয়া বিজাতীয় ধৰ্ম্ম গ্ৰহণ করিবার জন্য আমি আপনাদিগের নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি ; কিন্তু, খৃষ্টধৰ্ম্ম পরিগ্ৰহ কালে আমি আতি বালক ছিলাম। বোম্বাই পহুছিয়াই চাহিল গ্ৰহণ করিতে আমার নিতান্ত ইচ্ছা । এই পবিত্র ঘটনাকালীন আপনার সতঃগুরুর আরাধনা করিবেন, ইহাই আমার অভিলাষ । * * * কেবলমাত্র এই পত্ৰ লিখিয়াই ইহা আপনাদিগকে : জানাইতে বাধ্য হইলাম ; কেননা আপনাদিগের সহিত সাক্ষাতে আমি আদিষ্ট হই নাই। ওয়াঃ গুরুজীকি कcख्5 ? প্রিয় স্বদেশীয়গণ, আপনাদের একই রক্তমাংসে গঠিত দলিপ সিংহ ।”