পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R8 ঐতিহাসিক চিত্ৰ । চেষ্টা না করিয়া অনায়াসে ইংরেজদিগের সহিত যোগ দিয়া ঠাহাকে লাঞ্ছিত করিতে পারিতেন । তাণ্ড! না করিয়া তিনি ঘোর বিপদ মস্তকে লইয়াও যখন মীরজাফরের ও বঙ্গদেশের স্বাধীনতার জন্য চেষ্টা করিয়াছিলেন, তপন চন্দননগর অৰ্পণ। তাহার জীবনের ভ্ৰম ব্যতীত কদাচ তাহার চরিত্ৰ-ধৰ্ম্ম বলা যায় না । তাহার পর নন্দকুমারের ইংরেজিদিগের নিকট হইতে ১২ হাজার টাকা লওয়ার কথায় আমাদের ষে আস্থা নাই সে সম্বন্ধে আমরা পূর্বে যাহা বলিয়াছি, এক্ষণেও তাহাই বলিতেছি। ! কারণ ১২ হাজার টাকা হুগলীর ফৌজদারের নিকট অতি সামান্য অর্থই ছিল। হুগলীর ফৌজদারের বেতন অনেক ছিল। তদ্ব্যতীত হুগলী প্ৰসিদ্ধ বন্দর হওয়ায় ব্যবসায়িগণের নিকট হইতে ফৌজদারের অনেক টাকা প্ৰাপ্য ছিল । ওয়ারেন হেষ্টিংস খাজোহান নামক এক ব্যক্তিকে বাষিক ৭,২০০০ টাকায় হুগলীর ফৌজদার নিযুক্ত করিয়াছিলেন, এবং তঁহার নিকট হইতে নিজে বৎসরে ৩৬ হাজার টাকা ও তঁহার দেওয়ান কান্তবাবু হাজার টাকা উৎকোচ লাইতেন। সেই পদের লোকের পক্ষে ১২ হাজার টাকা, যে সামান্য তাহা বোধ হয় নুতন করিয়া বলিতে হইবে না। আমে বলিয়াছেন বলিয়াই যে মানিয়া লইতে হইবে, এরূপ যুক্তির সার্থকতা আমরা বুঝিতে পারি না। হুগলীর ফৌজদারী প্ৰাপ্তির পুর্বে নন্দকুমার হুগলীর দেওয়ান হন, শুল্ক বিভাগ হইতে অনেক অর্থ তিনি উপাৰ্জন করেন, যদিও তৎপুর্বে তিনি অর্থকষ্টে পড়িয়াছিলেন, কিন্তু হুগলীর দেওয়ান নিযুক্ত হইয়া তিনি অনেক অর্থ লাভ করিয়াছিলেন । সুতরাং তঁহার নিকট ১২ হাজার টাকা যে সামান্য ইহা আমরা সাহসসহকারে , বলিতে পারি। ১২ বার হাজার টাকার জন্য নন্দকুমার কদাচি এরূপ একটি গুরুতর পাপ করেন নাই । যোগীন্দ্ৰ, বাবু আমাদের লিখিত নবকৃষ্ণ সম্বন্ধীয় মাসিক ৬০ টাকা বেতনের মুনসীর যে এরূপ রাজনৈতিক শক্তি ছিল, তাহা আমরা এই