পাতা:কাঙাল হরিনাথ - জলধর সেন.pdf/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ぐ。 কাঙ্গাল হরিনাথ কানাইয়ের গান ভাঙ্গিয়া গেল। আমাদিগের আসরে যাইবার জন্য অনুরোধ আসিল। কাঙ্গাল তখনও বাহিরে সেই তৃণাসনে বসিয়া আছেন। আমি তাহার নিকট যাইয়া বলিলাম “এখন গাইতে যেতে হবে।” তিনি চকিত হইয়া বলিলেন “বেশ, চল ।” আমরা কাঙ্গাল হরিনাথকে দলের সম্মুখে প্রথম সারির মাঝখানে লইয়া সকলে মণ্ডপ অভিমুখে যাত্ৰা করিলাম। কাঙ্গাল বলিলেন “এখান হইতেই গান ধর ।” তখন এক সঙ্গে পনরখানি খঞ্জনী বাজিয়া উঠিল, পািনর জনের স্বর সপ্তমে চড়াইয়া গান আরম্ভ হইল “আমার আজ এই নিবেদন”- চারিদিক হইতে লোক একেবারে ভাঙ্গিয়া পড়িল। আমরা তখন সত্য সত্যই কি এক ভাবে অনুপ্ৰাণিত হইয়া গান ধরিয়াছিলাম। মণ্ডপের দ্বারে পৌছিতেই গান জমিয়া গেল, সুরের একটা জমাট বাধিয়া গেল। আমরা ধীরে ধীরে মণ্ডপের মধ্যভাগে উপস্থিত হইলাম। তখন আর আমাদের জ্ঞান ছিল না। আমরা প্ৰাণ খুলিয়া গান করিতে লাগিলাম। মণ্ডপের মধ্যে প্ৰায় দুই তিন হাজার লোক। সকলে নিঃশব্দে গান শুনিতে লাগিল। যখন শেষের অন্তরা আমরা ধরিলাম, তখন কাঙ্গাল আর স্থির থাকিতে পারিলেন না ; তখন নৃত্য আরম্ভ হইল। তখন আর দল বেদল থাকিল না । মণ্ডপের মধ্যস্থ লোকেরাও আসিয়া গানে যোগ দিলেন ; বড় ছোট, ধনী দরিদ্র, ভেদ থাকিল না। সে এক অপূৰ্ব্ব দৃশ্য! আমার ত মনে হইতে লাগিল চারিদিক্‌ হইতে সহস্ৰ কণ্ঠ গাহিতেছে “নামে না হয় কলঙ্ক— · • • • श्भ दळश”- প্ৰায় তিন কোয়াটার এই একটা গানই হইল। তাহার পরই ফকি রের দল মণ্ডপ হইতে বাহির হইয়া আসিল । চারিদিকে ধন্য ধন্য পড়িয়া