পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[  ]
ভৈরবী। তাল জলদ্‌ তেতালা।

 এত কিবে জানি হরিয়ে লইবে মন হাসিতে২। প্রাণ।
কিছুই নাহিক দোষ, কেবল সে বিধুমুখ, দেখ দেখিতে২।
কিবা দিবা বিভাবরী, পাসরিতে নাহি পারি,
আঁখি অনিমিষ পথ, হেরিতে হেরিতে॥ ১॥

আশা ভৈরবী। তাল জলদ্‌ তেতালা।

 যতনে রতন লাভ শুন মনোমোহিনি৷
অযতনে প্রেমধন কোথা হয় ধনি॥
যে ভাবে ভুলায়ে মন, হরিয়ে লইলে প্রাণ,
সে ভাবে অভাব লাভ ভাব বিনোদিনী॥ ১॥

 উভয় মিলনে সুখ পিরীতি রতন।
একের যতনে দুঃখ না যায় কখন॥
মনো মনেতে মিলন, হলে সুখী হয় প্রাণ,
ইহাতে অন্যথা হলে ভাবহ কেমন॥ ১॥

খট। তাল জলদ্‌ তেতালা।

 বিষম হইল সখি কি করি ইহাতে।
না দেখিলে ঝুরে আঁখি, না হেরে মানেতে॥
প্রবল মন অনল নয়ন সদা সজল।
দ্বিগুণ দহিছে প্রাণ, দোঁহার রীতেতে॥ ১॥