পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১৪ ]
কালাংড়া। তাল জলদ্‌ তেতালা।

 অনিবার দহে মন না হেরে তব ও বিধুবদন।
হেরিলে কি সুখী হই না যায় কথন,
আপনারে ভুলে আমি থাকি হে তখন॥ ১॥

 যার এত গুণ সই সে কেন এমন।
কথন কখন ইথে খেদান্বিত মনঃ॥
বুঝি এই ৰূপ হবে করি অনুমান।
কমলে কণ্টক আছে বিধির ঘটন॥ ১॥

 সরস বদন তব কমল নয়ন।
মন ষট্পদ মম অচল চরণ॥
রতন যতন কর, মম ধন ততঃপর,
অপদ অবল বল হয় অযতন॥ ১॥

 শশধর ধরে আপন উপরে রবি সখী কমলিনী।
ভুরু ভূঙ্গ মধুপান, করে কর দরশন, মোহিত
দিবী রজনী॥ ১॥
কেশ ঘন ঘন ৰূপ, কিবা শোভা অপৰূপ,
শিখি সখা অনুমানি॥ ২॥

 নিবিড় নীরদ সহ উদয় শরদ শশী৷
দেখ সৌদামিনী, তাহাতে বাখানি, তার মৃদু২ হাসি॥
যুগল খঞ্জন তায়, বোধ হয় অভিপ্রায়,
কি কমলদল, শোভিয়াছে ভাল, মৃগআঁখি ভালবাসি॥ ১॥