পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बांछि1-नीठि A 8W বিলুপ্ত হইয়া গেল। রাজদত্ত যৎসামান্য বেতন উপলক্ষমাত্র, ভারতবাণিজ্যের প্রচুর লাভই সকল শ্রেণীর রাজকৰ্ম্মচারীর প্রকৃত লক্ষ্য হইয়া উঠিল। ইহাতে ভারতবর্ষে এক অভিনব উৎপীড়নের স্বত্রপাত হইল। যাহারা রক্ষক, তঁহারাই ভক্ষক হইয়া উঠিলেন ; স্বার্থের চরণতলে বিচারবুদ্ধি নিয়ত নিহত হইতে লাগিল। যে সকল রাজকৰ্ম্মচারী এইরূপে গুপ্ত বাণিজ্যে লিপ্ত হইতে লাগিলেন, তঁাহারা অল্প দিনের মধ্যেই ধনো পাৰ্জনের নিত্য নূতন উপায়ের উদ্ভাবন করিতে প্ৰবৃত্ত হইলেন । পোতাধ্যক্ষ প্ৰথমে নিজের লাভের সংস্থান না করিয়া, রাজার লাভের কথা চিন্তা করিতে পারিলেন না । কুঠিয়ালগণও সেই পথ অবলম্বন করিলেন । এই সকল কাৰ্য্য গোপনে সুসিদ্ধ করিবার আশায় ভারতবাসীর সহিত “বেনামী”তে বাণিজ্য করিবার প্রথা প্রবত্তিত হইতে লাগিল। ভারতবর্ষের লোক স্বাধীন বাণিজ্য হইতে বঞ্চিত হইয়া, ফিরিঙ্গির অধীনে এইরূপ গুপ্তবাণিজ্যে নিযুক্ত হইতে ইতস্ততঃ করিল না । এরূপ গুপ্ত-বাণিজ্যে পর্তুগাল রাজের যথেষ্ট ক্ষতি হইতে লাগিল। কিন্তু ইহাতেই আবার অল্প সংখ্যক ফিরিঙ্গির পক্ষে ভারত-বাণিজ্যে প্ৰাধান্যলাভের সুবিধা উপস্থিত হইল । ভারতবর্ষের লোকে “সৰ্ব্বনাশে সমুৎপন্ন অৰ্দ্ধং ত্যজাতি পণ্ডিতঃ”-এই পুরাতন প্রবাদবাক্য স্মরণ করিয়া ফিরিঙ্গির অধীনে বাণিজ্য করিতে প্ৰবৃত্ত হইয়া, স্বদেশের প্রকৃত স্বাৰ্থ বিস্মৃতি হইল । অল্প দিনের মধ্যে ফিরিঙ্গি রাজকৰ্ম্মচারিবর্গ সমরক্ষেত্ৰ ছাড়িয়া অর্থে পাৰ্জনের সহজ পথের পথিক হইতে লাগিলেন। সমরের সহিত জয়পরাজয়ের সংস্রব আছে ; আহত বা নিহত হইবার আশঙ্কা আছে ; BDDBD BB DBBBDS S BBBDD sLYY DBDSJSqDuDBE SDBDLLD কাহারও প্ৰবৃত্তি রহিল না। সকলেই রাজধানীতে বসিয়া রাজভোগ