এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে গড়িয়া তুলিবার নিমিত্ত সত্যনিষ্ঠার সহিত শপথ গ্রহণ করিতেছি এবং যাহাতে তাহার সকল নাগরিকের জন্য
সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার;
চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা;
মর্যাদা ও সুযোগসুবিধার সমতা;
সুনিশ্চিত হয় এবং
তাহাদের সকলের মধ্যে ব্যক্তি-মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক সৌভ্রাতৃত্ব প্রচারিত হয়;
তজ্জন্য আমাদের সংবিধান সভায় আজ ১৯৪৯ সালের ছাব্বিশে নভেম্বর, এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করিতেছি।