দ্বিতীয় পরিচ্ছেদ জন্ম ও শৈশব ; মজিলপুরে বাস (اR ?) تیر -سسه ۹ 8 سی মাতুলালয়ে জন্ম।—এই মাতামহীর ক্রোড়ে, মাতুলালয়ে, বাঙ্গলা ১২৫৩ সাল ১৯শে মাঘ, ইংরাজী ১৮৪৭ সাল ৩১শে জানুয়ারি, রবিবার, আমার জন্ম হইল। আমার জন্ম কালের বিষয় যাহা শুনিয়াছি, লিখিতেছি। সায়ংকালে যখন আমি ভূমিষ্ঠ হইলাম, তখন সবে পূর্ণিমা গিয়া প্রতিপদের সঞ্চার হইতেছে। সেদিন আমার মাতামহ বাড়ীতে আছেন। কন্যার পুত্রসন্তান ভূমিষ্ঠ হইয়াছে শ্রবণমাত্র তিনি তঁহার এক দৈবজ্ঞ জ্ঞাতিবন্ধুর ভবনে ধাবিত হইলেন। গৃহস্ত রমণীগণের শঙ্খধ্বনিতে পাড়া কঁাপিয়া যাইতে লাগিল। ওদিকে গ্রামে সংবাদ ছড়াইয়া পড়িল যে, ন্যায়রত্বের দৌহিত্র জন্মিয়াছে। মাতুল গৃহে সেই প্রথম শিশুবালকের আবির্ভাব। আমি ভূমিষ্ঠ হইয়াই মাতামহী ও র্তাহার জননী, দুই মামী, দুই মাসী (আর এক মাসী তখনও শিশু ) ও গৃহস্থ অপর দুই এক জন বিধবা, ইহাদের আদর ও অভ্যর্থনার ধন হইলাম। পর দিন রজনী প্রভাত হইতে না হইতেই দলে দলে বাজনাদার আসিয়া বাড়ী আক্রমণ করিতে লাগিল। পর দিন প্রাতে মাতামহ মহাশয় কলিকাতায় গেলেন। শনিবার তাহার ফিরিয়া না আসা পর্য্যন্ত সাত দিন দলে দলে বাজনাদার আসিয়া বাড়ী মাথায় করিয়া তুলিল। শনিবার মাতামহ ঠাকুর ও বড় মামা কলিকাতা হইতে আসিলেন বাবা তখন সংস্কৃত কলেজের ছাত্র, তিনি বোধ হয় লজাভে তাঁহাদের সঙ্গে আসেন নাই। কিছু দিন পরে আসিয়াছিলেন। বড় মামা রবিবার
পাতা:আত্মচরিত (৩য় সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩১
অবয়ব