পাতা:আত্মচরিত (শিবনাথ শাস্ত্রী).pdf/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

7 Pif 8 DN BBSDDD sDL DBBB DBDSS BDD SDDBBBDBD DDD নিমন্ত্রণাদিতে গেলে, বাড়ীর স্ত্রীলোকদিগের সহিত কোনও জ্ঞানের বা সামাজিক উন্নতির প্রসঙ্গে কোথা দিয়া সময় যাইত জানিতে পারিতাম না। অথচ প্রত্যেক ভদ্র গৃহস্থের গৃহে নারীগণের স্বাধীনতার সঙ্গে সঙ্গে এরূপ সকল সামাজিক শাসন ও সুনিয়ম দেখিতে পাইতাম যে, দেখিয়া DD D DBBSS sLBDB BBD DD DBDDB BBB DBDS তাহাদের স্বভাবতঃ মনে হইতে পারে যে যে-সমাজে নারীগণ সম্পূর্ণ সামাজিক স্বাধীনতা ভোগ করেন, তাহারা বোধ হয় নীতি অংশে কীন। অন্য দেশের কথা জানি না, ইংরাজ মধ্যবিত্ত ভদ্র গৃহস্থের নারীগণ পবিত্রতার আদর্শ বলিলে অতুক্তি হয় না। ইহারাই ইংরাজ জাতির গৌরব ও শক্তির মূলে। নারীজাতির শিক্ষা ও সামাজিক অধিকারের পরে ইংরাজ গৃহস্থের গৃহের দ্বিতীয় প্রধান আকর্ষণ পারিবারিক সকল কার্য্যের সুব্যবস্থা। যে কাজটি যে সময়ে করিবার নিয়ম আছে, সে সময়ে সেটি হইবেই হইবে। উঠিবার ঘণ্টা, চা খাইবার ঘণ্টা, পারিবারিক উপাসনার ঘণ্টা, প্রান্তরাশের ঘণ্টা, মাধ্যাঙ্কিক আহারের ঘণ্টা, বৈকালের চা খাইবার ঘণ্টা, ডিনারের ঘণ্টা, এইরূপ ঘণ্টার পর ঘণ্টা চলিয়াছে, ঠিক DBBDD BB DSD BBBDBS ELL BSDD BBD SLLL DDD এইরূপ সময়ের সুব্যবস্থা থাকাতে, হাতে অনেক সময় থাকে এবং পরিবারের লোকেরা অনেক কাজে মন দিতে পারে। তৎপরে অগ্রে যে নিস্তব্ধতার বর্ণনা করিয়াছি তাহা পরিবার মধ্যেও বিদ্যমান। গৃহমধ্যে জলস্রোতের ন্যায় কার্য্যশ্রোত চলিতেছে অথচ গৃহের মধ্যে থাকিয়াও জানিতে পারা বায় না। যে পড়িতেছে, সে নিস্তািন্ধ গৃহে নির্জনে একান্ত মনে পড়িতেছে ; যে চিন্তা করিতেছে সে নিরূদ্বিগ্নচিত্তে চিন্তা